দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

পুরুলিয়ায় বিজেপি-কংগ্রেস ছেড়ে তৃণমূলে ২ হেভিওয়েট নেতা

August 31, 2020 | < 1 min read

পুরুলিয়ায় বিরোধী শিবিরে ভাঙন ধরাল তৃণমূল। রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নিলেন জেলার হেভিওয়েট কংগ্রেস নেতা শঙ্কর নারায়ণ সিংদেও। অন্যদিকে, ঘাসফুলে যোগ দিলেন জেলার প্রভাবশালী কংগ্রেস নেতা চঞ্চল মৈত্র।

এদিন, জেলা তৃণমূল চেয়ারম্যান শান্তিরাম মাহাত ও জেলা সভাপতি গুরুপদ টুড়ুর উপস্থিতিতে ওই দুই কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেন।

পুরুলিয়ায় রাজ পরিবারের সদস্য শঙ্কর নারায়ণ সিংদেও।  কংগ্রেসের এই নেতা ২০০৮-১১ পর্যন্ত দলের ব্লক প্রেসিডেন্ট ছিলেন। ২০১৮ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শঙ্কর নারায়ণ সিংদেও। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর জয়পুর ব্লকের আহ্বায়কও হন তিনি।

অন্যদিকে, চঞ্চল মৈত্র ছিলেন পুরুলিয়ায় জয়পুর ব্লকের প্রেসিডেন্ট। জেলা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ও জেলা পরিষদের সদস্যও ছিলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Purulia, #tmc

আরো দেখুন