রাজ্য বিভাগে ফিরে যান

কোন ব্লকে কে দায়িত্বে, ঠিক করলেন মমতা

August 31, 2020 | < 1 min read

কলকাতা পুর এলাকায় দলের ওয়ার্ড সভাপতিদের নাম চূড়ান্ত করল তৃণমূল। রবিবার তাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন মিলেছে। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে কিছু জায়গায় নতুন মুখ আনা হচ্ছে।

মেয়াদ ফুরিয়ে যাওয়ায় পুর পরিষেবা চালিয়ে যেতে গঠিত প্রশাসকমন্ডলীর সদস্য হিসেবে ১৪৪ টি ওয়ার্ডেই কো অর্ডিনেটরের কাজ করছেন বিদায়ী কাউন্সিলররা। তবে নির্বাচনী প্রস্তুতিপর্বে সাংগঠনিক কাজের দায়িত্ব মূলত থাকবে এই ওয়ার্ড সভাপতিদের উপরেই। সূত্রের খবর, পূর্ব ও দক্ষিণ কলকাতা মিলিয়ে গোটা তিনেক ওয়ার্ডের সভাপতির নাম এদিন চূড়ান্ত হয়নি।

দলীয় সূত্রে খবর, কলকাতার কয়েকটি ওয়ার্ড ছাড়া বাকি সব নামেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন মিলেছে। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে আগেই রাজ্য ও জেলা স্তরের সংগঠনে ইতিমধ্যেই বেশ কিছু রদবদল করেছে তৃণমূল। সেই মতোই এ বার নীচের তলায় সংগঠনকে নতুন করে সাজার কাজ শেষ করে ফেলতে চান দলীয় নেতৃত্ব। একই ভাবে জেলাগুলিতেও ব্লক স্তরে প্রয়োজন মতো রদবদলের প্রক্রিয়া চলছে। জেলা থেকে পাওয়া বদলের প্রস্তাব নিয়ে দলের রাজ্য নেতৃত্ব পর্যালোচনা করছেন। দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, সব ক্ষেত্রেই স্থানীয় সাংসদ, বিধায়ক ও দলীয় কর্মীদের মতামত বিবেচনা করা হয়েছে।

এ দিন পুরুলিয়ার বিরোধী শিবিরের দুই নেতা শঙ্কর নারায়ণ সিংহ দেও এবং চঞ্চল মৈত্র তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের দাবি, জেলার জয়পুরের ‘প্রভাবশালী’ নেতা শঙ্কর বিজেপিতে ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Municipal Corporation, #Mamata Banerjee

আরো দেখুন