দেশ বিভাগে ফিরে যান

ঘৃণা ও হিংসা ছড়ানোর দায়ে বিজেপির এই নেতাকে ব্যান করল ফেসবুক

September 3, 2020 | 2 min read

হেট স্পিচ নিয়ে এবার কড়া অবস্থান নিল ফেসবুক। বিজেপি বিধায়ক টি রাজা সিংকে ঘৃণা ও হিংসা ছড়ানোয় এবার ব্যান করল ফেসবুক।

হেট স্পিচ নিয়ে সপ্তাহখানেক ধরে নানা মহল থেকে চাপের মুখে পড়েছে মার্ক জুকেরবার্গের সংস্থা। ফেসবূুক কর্তৃপক্ষ জানিয়েছ,  তাদের প্ল্যাটফর্ম থেকে হিংসা বা ঘৃণা ছড়ানোর চেষ্টা করলে কাউকেই রেয়াত করা হবে না। 

বিরোধী শিবির অভিযোগ করেছিল, ফেসবুক বিজেপির হয়ে রাজনৈতিক প্রচারের কাজ করছে। সেই অভিযোগ খণ্ডন করতেই বিজেপির বিধায়ককে ব্যান করে অবস্থান স্পষ্ট করল ফেসবুক।

ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন আগেই জানিয়েছিলেন, যে কোনও পরিস্থিতিতে নিরপেক্ষ থাকাটাই তাঁদের সংস্থার মূলমন্ত্র। তবুও ফেসবুকের বিরুদ্ধে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করছিল বিরোধী শিবিরগুলি।

এদিকে বিজেপি শিবিরের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে, ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহনের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ রয়েছে। আর তাই ভারতে কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিচ্ছে ফেসবুক। 

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Facebook, #T Raja Singh

আরো দেখুন