দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভায় বিরোধী নেতা খাড়গে? পদ খোয়াবেন আজাদ?

September 3, 2020 | < 1 min read

ছবি সৌজন্য : The Hindu

কংগ্রেসের অভ্যন্তরীণ কলহের আঁচ এবার পড়তে চলেছে সংসদে। সূত্রের খবর, রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা তথা সদনে বিরোধী নেতা গুলাম নবী আজাদ নিজের পদ খোয়াতে চলেছেন। ওনার জায়গায় বিরোধী নেতা হতে পারেন মল্লিকার্জুন খাড়গে। এমনটাই শোনা যাচ্ছে দিল্লির অলিন্দে কান পাতলে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে দলের নেতৃত্ব সংকট নিয়ে কংগ্রেসের অন্তত ২৩ জন শীর্ষ নেতা একটি চিঠি দেন অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে। তাদের লেখা চিঠিতে দলের বর্তমান ‘দিশাহীন’ এবং ‘নেতাহীন’ অবস্থার পরিবর্তন চেয়েছেন ওই শীর্ষ নেতারা। গুলাম নবী আজাদ সেই ২৩ জন নেতার অন্যতম। এরপরই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হন তিনি।

প্রসঙ্গত, সংসদে দলের সক্রিয়তা বাড়াতে গত ২৮শে আগস্ট সনিয়া গাঁধী ১০ জন কংগ্রেস নেতার কমিটি তৈরি করেন। মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াতে লোকসভায় দলনেতা অধীর চৌধুরীর সঙ্গে উপ-দলনেতা হিসেবে গৌরব গগৈকে নিয়োগ করা হচ্ছে। দুই তরুণ নেতা রভনীত বিট্টু ও মানিকম টেগোরকে সচেতকের দায়িত্ব দেওয়া হয়। রাজ্যসভায় মুখ্য সচেতক নিয়োগ করা হয় জয়রাম রমেশকে।

মল্লিকার্জুন খাড়গে ষোড়শ লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন। ২০১৯ এর নির্বাচনে তিনি পরাজিত হন। এই বছরের গোড়ার দিকে কর্ণাটক থেকে রাজ্যসভায় জিতে আসেন তিনি। ওনার প্রার্থী হওয়া নিয়েও বিস্তর চাপানউতোর হয়েছিল। রাজীব গৌড়ার মত প্রাজ্ঞ সাংসদকে মনোনীত না করে খাড়গেকে প্রার্থী করায় চটেছিলেন অনেকেই।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আজাদের রাজ্যসভার মেয়াদ শেষ হবে। তারপর হয়তো উনি আর মনোনীত হবেন না। তখনই খাড়গে হবেন বিরোধী নেতা। এমনটাই শোনা যাচ্ছে। অবশ্য, সূত্রের খবর গুলাম নবী আজাদ অন্য রাজ্য থেকে মনোনীত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajyasabha, #Indian National Congress, #Ghulam Nabi Azad, #Mallikarjun Kharge

আরো দেখুন