রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপির যুব মোর্চার অন্দরে বাড়ছে মতানৈক্য! সৌমিত্র খাঁর টুইটে বাড়ছে জল্পনা

September 4, 2020 | < 1 min read

 বিজেপির যুব সংগঠন যুব মোর্চা (BJYM) -এর রাজ্য কমিটি ঘোষণা হওয়ার পরও নয়া কমিটিতে কয়েকটি নাম নিয়ে মতানৈক্য চলছে বলে দলীয় সূত্রে খবর। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুমতি নিয়েই যুব মোর্চার নতুন রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হয়েছে।

যদিও দলীয় সূত্রে খবর, কয়েকটি নাম নিয়ে আপত্তি রয়েছে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)’র। গত বছর যুব মোর্চার উপদেষ্টাতে থাকা শঙ্কুদেব পন্ডার নাম এবার রাজ্য কমিটিতে নেই। সূত্রের খবর, শঙ্কুদেব পন্ডার নাম যুব মোর্চার রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করার পক্ষে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যের কয়েকজন নেতা প্রস্তাব দিয়েছেন। কমিটিতে এলে শঙ্কুদেব গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। আবার নতুন রাজ্য কমিটিতে আসা দু-একটি নাম নিয়ে একাংশ আপত্তি তুলেছে বলেও খবর।

নয়া রাজ্য কমিটি নিয়ে দলের মতানৈক্যর যে গুঞ্জন তাতে আরও জল্পনা বাড়িয়েছে বৃহস্পতিবার যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁর একটি টুইট। সৌমিত্র লিখেছেন, ‘আমি নির্দেশ দিচ্ছি যুব মোর্চার রাজ্য কমিটির কোনও মিটিং এখন হবে না।’ বর্তমানে দিল্লিতে রয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। কিন্তু, তাঁর এই টুইটকে ঘিরে রাজ্যে দলের অন্দরে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। সৌমিত্র অবশ্য জানিয়েছে, ‘যুব মোর্চার রাজ্য কমিটিতে আরও কয়েকজন অন্তর্ভুক্ত হতে পারেন। দক্ষ নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে। তাই মিটিং আপাতত বন্ধ রাখতে বলেছি।’ যদিও এর ফলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে রাজ‌্য কমিটিতে বেশ কিছু পদে বদল হতে পারে। সেই প্রসঙ্গেই শঙ্কুদেবের নাম উঠে আসে। উল্লেখ‌্য, কমিটি ঘোষণার আগের দিনই রা‌জ‌্য সভাপতি দিলীপ ঘোষ স্থগিত রেখেছিলেন নাম প্রকাশ। তখনও মতানৈক‌্য রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Saumitra Khan, #BJYM president

আরো দেখুন