দেশ বিভাগে ফিরে যান

শেয়ারবাজারে ধস, ২ লক্ষ ১২ হাজার কোটি টাকা লোকসান বিনিয়োগকারীদের

September 4, 2020 | < 1 min read

গত রাতে জানা গিয়েছিল, আমেরিকার শেয়ার বাজারে সূচক নামছে হু হু করে। অন্যান্য ধনী দেশের অবস্থাও আমেরিকার থেকে খুব একটা আলাদা নয়। তার ওপরে ভারতে দৈনিক কোভিড সংকোচন ছাড়িয়েছে ৮০ হাজার। রোজ মৃত্যু ঘটছে প্রায় ১ হাজার মানুষের। জিডিপি-রও সংকোচন ঘটেছে। বিশেষত ব্যাপক সংকুচিত হয়েছে পরিষেবা ক্ষেত্র। এই কারণগুলির জন্য শুক্রবার বাজার খোলার পরেই নামতে শুরু করেছে সেনসেক্স।

এদিন সকাল ন’টা বেজে ২০ মিনিটে সেনসেক্সের পতন হয় ৬২৫.৯৩ পয়েন্ট বা ১.৬১ শতাংশ। তা নামতে নামতে দাঁড়ায় ৩৮৩৬৫.০১-এর ঘরে। অন্যদিকে নিফটি নামে ১৭০.৪০ শতাংশ বা ১.৪৮ পয়েন্ট। তা নেমে দাঁড়ায় ১১৩৫৭.০৫ এর ঘরে। সেনসেক্স ও নিফটিতে নথিভুক্ত প্রায় প্রতিটি শেয়ারেরই দাম কমে যায়। ফলে শুক্রবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যে বিনিয়োগকারীরা হারান ২ লক্ষ ১২ হাজার কোটি টাকা।

সেনসেক্সে নথিভুক্ত ৩০ টি শেয়ারের মধ্যে সবচেয়ে দাম কমেছে আইসিআইসিআই ব্যাঙ্কের। তার দাম ২.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭১.৩০ টাকা। এছাড়া স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং টাটা স্টিলের শেয়ারের দামও কমেছে দুই থেকে তিন শতাংশ। আমেরিকায় শেয়ার সূচক ন্যাসডাকের পতন হয়েছে পাঁচ শতাংশ। অপর সূচক এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডের পতন হয়েছে ৩.৫ শতাংশ। গত জুন মাসের পরে ওয়াল স্ট্রিটে শেয়ারের দাম কখনই এত কমেনি। তবে বিনিয়োগকারীদের আশা, শীঘ্র ঘুরে দাঁড়াবে বাজার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Stock Market

আরো দেখুন