রাজ্য বিভাগে ফিরে যান

স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা অক্টোবরেই, ইউজিসিকে চিঠি রাজ্য সরকারের

September 5, 2020 | 2 min read

সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দেয় বিনা পরীক্ষায় মূল্যায়ন করা সম্ভব নয়। এরপরই রাজ্য সরকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর স্থির করা হয় অক্টোবর মাসেই পরীক্ষা নেওয়া হবে।

সুপ্রিম কোর্টের রায়ের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই মোতাবেক রাজ্য পরীক্ষা নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে। তবে ইউজিসির গাইডলাইন ছিল ৩০ সেপ্টেম্বরের মধ্যেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিতে হবে। পাশাপাশি, সুপ্রিম কোর্টের জানিয়েছিল করোনা আবহে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলির পরীক্ষার আয়োজন করতে সমস্যা হলে, রাজ্যগুলি ইউজিসিকে পরীক্ষা পিছোনোর কথা জানিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করতে পারে। সুপ্রিম কোর্টের রায়কে উল্লেখ করেই গত ২ সেপ্টেম্বর ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি)-কে চিঠি দিল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর।

জানা গিয়েছে, চিঠিতে রাজ্যের তরফে বলা হয় রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে অক্টোবর মাসে। সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করে চিঠিতে রাজ্যের তরফে আরও জানানো হয় যে সেপ্টেম্বর মাসে এরাজ্যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি আপাতত নেই। তাই অক্টোবর মাসে রাজ্য পরীক্ষা নিতে চায়। সেক্ষেত্রে ইউজিসিকে জানানোর পাশাপাশি অনুমতিও নেওয়ার জন্য চিঠি দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সূত্রের খবর, ইউজিসি ইতিমধ্যেই সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে রাজ্যের কাছে। আগামী সপ্তাহে পরীক্ষা নিয়ে বেশ কিছু ব্যাখ্যা চাওয়া হতে পারে ইউজিসির তরফে বলেই উচ্চশিক্ষা দপ্তর সূত্রে আরও খবর।

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয় অক্টোবর মাসেই যে পরীক্ষা নেবে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। মূলত অনলাইনে ওপেন বুক এক্সামিনেশন পদ্ধতিতেই পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলি। পরীক্ষার সূচিও বিশ্ববিদ্যালয়গুলির তরফে খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে। যদিও ইতিমধ্যেই বিভিন্ন অধ্যাপক সংগঠন সরব হয়েছে ইউজিসির অনুমতি পাওয়া নিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#partha chatterjee, #UGC, #Graduation and Post Graduation Exam

আরো দেখুন