আম্পানে ক্ষতিগ্রস্ত সিনেমা হলগুলিকে ক্ষতিপূরণ দেবে মমতার সরকার
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সিনেমা হলের পাশে দাঁড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ঘূর্ণিঝড়ে রাজ্যের যে সব সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের সর্বাধিক ক্ষতি হয়েছে, তাদের জন্য দু’লক্ষ টাকা এবং যাদের আংশিক ক্ষতি হয়েছে, তাদের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য। তথ্য ও সংস্কৃতি দপ্তর শুক্রবার ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোশিয়েশনের সভাপতিকে চিঠি দিয়ে একথা জানিয়েছে। চিঠি অনুযায়ী, আম্পানে ক্ষতিগ্রস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি নিজ নিজ জেলার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে আবেদন করবে।
তথ্য ও সংস্কৃতি দপ্তর সেই আবেদন পাওয়ার পর ফিজিক্যাল ইন্সপেকশন করে রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে সিনেমা হলের আইনগত মালিককে। এ ব্যাপারে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, ‘করোনা পরিস্থিতিতে রাজ্যের সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের কথা ভাবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসকে ধন্যবাদ জানাতে চাই। এরপরও অন্যান্য সিনেমা হলের সাহায্য প্রয়োজন হলে রাজ্য সরকার সাহায্য করবে বলে কথা দিয়েছে।’