কলকাতা বিভাগে ফিরে যান

স্বস্তি কলকাতায়, ৩৯ থেকে কমে এখন কন্টেইনমেন্ট জোন মাত্র ১টি

September 6, 2020 | 2 min read

 খুব শীঘ্রই শহর কলকাতা কন্টেইনমেন্ট জোন মুক্ত হবে, এমনই আশা কলকাতা পুরসভার৷ ৩৯ থেকে কমতে কমতে এখন মাত্র একটি কন্টেইনমেন্ট জোন রয়েছে শহরে৷

কলকাতা পুরসভা সুত্রে জানা গিয়েছে, শুধু মাত্র গিরিশ পার্ক এলাকায় একটি কন্টেইনমেন্ট জোন রয়েছে৷ এটি পুরসভার চার নম্বর বোরোর ২৬ নম্বর ওয়ার্ডের ১৩ – ২১ উমেশ দত্ত লেন৷ এখানকার মিক্সড এলাকায় সংক্রমণ রয়েছে৷

শহর কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ফের কমল৷ ৮ থেকে কমে মাত্র এক৷ এর আগে ১১ থেকে কমে হয়েছিল ৮ ৷ তারও আগে ১৭ থেকে কমে হয়েছিল ১১৷ এক সময় কলকাতায় ৩৯ টি কন্টেইনমেন্ট জোন ছিল৷ বাড়ছিল মৃত ও আক্রান্তের সংখ্যা৷ পাশাপাশি শহরবাসীর মধ্যে বাড়ছিল আতঙ্ক৷

কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমার পাশাপাশি কলকাতায় কমছে মৃত ও আক্রান্তের সংখ্যা৷ বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার৷ বেশ কিছুদিন ধরে নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে বেশি মানুষ সুস্থ হয়ে উঠছেন কলকাতায়৷ কিন্তু শনিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী সুস্থ হয়ে ওঠার চেয়ে আক্রান্তের সংখ্যাটা বেশি৷

কিছুদিন আগে কলকাতায় কন্টেইনমেন্ট জোন ছিল,পুরসভার তিন নম্বর বোরোতে ২ টি কন্টেইনমেন্ট জোন৷ অর্থাৎ ৩ টি কন্টেইনমেন্ট জোন থেকে কমে হয়েছিল ২ টি৷ এবার এই এলাকা কন্টেইনমেন্ট জোন মুক্ত৷

সংক্রমিত এলাকা ২ টি ছিল তিন নম্বর বোরোর ৩১ নম্বর ওয়ার্ডের ৭১/৩ ক্যানাল সার্কুলার রোড৷ এছাড়া ৩৪ নম্বর ওয়ার্ডের ইন্টার বারোয়ারি তলা রোড৷ এর মধ্যে একটি কমপ্লেক্স অপরটি ছিল মিক্সড এলাকা৷ নতুন কন্টেইনমেন্ট জোন এর তালিকা থেকে এই এলাকাও বাদ গিয়েছে৷

কলকাতা পুরসভার চার নম্বর বোরোর ২৭ নম্বর ওয়ার্ডের যুগল কিশোর দাস লেন (আমহার্স্ট স্ট্রিট এলাকা)৷ এখানকার মাল্টিপল প্রেমিসেস এলাকা সংক্রমিত ছিল৷ এখন কন্টেইনমেন্ট জোন মুক্ত৷

এছাড়া ৯ নম্বর বোরোর ৭৭,৮২ নম্বর ওয়ার্ড ৷ ৭৭ নম্বর ওয়ার্ডের মনসাতলা লেন( খিদিরপুর এলাকা)৷ ১,সবজি বাগান লেন৷ এবং চেতলা রোড (১৩বি এবং সি)৷ এর মধ্যে চেতলায় একটি বস্তি এলাকা এবং খিদিরপুরের মিক্সড এলাকায় সংক্রমণ ছিল৷ এটাও কন্টেইনমেন্ট জোন মুক্ত৷

কলকাতা পুরসভার ১৬ নম্বর বোরোর ১২৪ নম্বর ওয়ার্ডের ১৭/৬এ থেকে ৮২/১১ সিস্টার নিবেদিতা রোড৷ এবং বড়বাগান সি৫+ডি৫ বিদ্যাসাগর সরণি ও ২৩/২ সুকান্ত সরণি (বড়িশা এলাকা)৷ মাল্টিপল প্রেমিসেস এলাকা৷ নতুন কন্টেইনমেন্ট জোন এর তালিকা থেকে এই এলাকাও বাদ গিয়েছে৷

অন্যদিকে শনিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,শুধু কলকাতায় একদিনে ৫৩ জন কমে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা দাঁড়িয়েছে ৪,১৬৩ জনে৷

এদিনও শহরে একদিনে আক্রান্তের থেকে বেশি সুস্থ হয়ে উঠেছেন৷ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন৷ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন ৪৭৭ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ০১২ জন৷ আর মোট আক্রান্ত ৪২ হাজার ৫৪৩ জন৷

২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের৷ সব মিলিয়ে কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৩৬৮ জন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #covid-19, #Containment Zone

আরো দেখুন