স্বাস্থ্য বিভাগে ফিরে যান

জেনে নিন সাইনাস থেকে মুক্তির উপায়

September 6, 2020 | < 1 min read

সাইনাস খুবই সাধারণ কিন্তু যন্ত্রণাদায়ক রোগ। এই সমস্যায় প্রায় অনেকেই ভোগেন।  বিভিন্ন ইনফেকশন, অ্যালার্জি থেকে সাইনাসের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে মাথার যন্ত্রণা, মুখমণ্ডলে যন্ত্রণা, নাক থেকে জল পড়া এবং নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হয়।  

দেখে নিন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেনঃ 

১) সাইনাসের সমস্যা থেকে মুক্তি পেতে তেল মালিশ খুবই উপকারী। তিলের তেল, ইউক্যালিপটাসের তেল, ল্যাভেন্ডার তেল, পুদিনা পাতার তেল মালিশ করলে সাইনাসের প্রভাব কমে যায়। 

২) একটা পাত্রে জল গরম করুন। এবার একটি তোয়ালে দিয়ে মাথা ঢেকে ১০ থেকে ১৫ মিনিট ওই গরম জলের ভাপ নিন। বন্ধ নাক খুলতে এটি সাহায্য করে। এছাড়া যদি গরম জলে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস বা পুদিনা পাতার তেল দিয়ে জলটাকে ফোটান, তাহলে সাইনাস থেকে খুব তাড়াতাড়ি নিস্তার পাওয়া যাবে।

৩) ইষদুষ্ণ গরম জল খান। এছাড়া শরীরে প্রচুর পরিমানে জল অনেক রোগ থেকে মুক্তি দেয়। তবে মদ খাওয়ার হার কমাতে হবে। মদ খেলে শরীরে জলের হার কমে যায়। 

৪) সাইনাস ইনফেকশন থেকে মুক্তি পেতে তাজা ফল এবং সব্জি খুবই উপকারি।  এগুলো শুধু স্বাস্থ্যই ভালো রাখে, তা নয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sinus, #Health & Fitness

আরো দেখুন