বিবিধ বিভাগে ফিরে যান

ঘোষিত হল আইপিএল ১৩’র সূচি, জেনে নিন কোন কোন দিন কেকেআরের ম্যাচ

September 6, 2020 | 2 min read

গত মাসের শেষের দিকে প্রকাশ্যে এসেছিল একটি সূচি। প্রথমে জানা যায়, সেটিই নাকি আসন্ন আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। কিন্তু পরে জানা যায়, বিসিসিআই তখনও সরকারিভাবে কোনও সূচির কথা ঘোষণা করেনি। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হল আইপিএল ১৩-র সূচি (IPL Fixture 2020)। অবশেষে জানা গেল, কোন দিন কোন দলের মুখোমুখি হবে কেকেআর।

শনিবার লিগ চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দেন, রবিবারই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে। সেই মতোই আজ তালিকা প্রকাশিত হল। আর সেখানেই নিশ্চিত হওয়া গেল যে প্রথম ম্যাচে রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামবে ধোনির চেন্নাই-ই। রোহিতের দলে নেই লাসিথ মালিঙ্গা। অন্যদিকে চেন্নাইয়ের হরভজন সিং ও সুরেশ রায়না সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকে। তাই প্রথম মহারণের জন্য কীভাবে তাঁরা দল সাজাবেন, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। গত বছর বিশ্বকাপের পর এই প্রথম বাইশ গজে ধরা দেবেন তিনি। তাই তাঁর খেলা দেখতে মুখিয়ে সমর্থকরা। তবে সব ম্যাচের ভেন্যু এখনও পর্যন্ত জানানো হয়নি। এবার আসা যাক কিং খানের দলের কথায়। ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি মুম্বই।

একনজরে দেখে নিন লিগ পর্বে কোন দিন কার বিরুদ্ধে খেলবে কেকেআর (ভারতীয় সময় অনুযায়ী)।

২৩ সেপ্টেম্বর – কেকেআর বনাম মুম্বই – আবু ধাবি  (সন্ধে ৭.৩০)
২৬ সেপ্টেম্বর – কেকেআর বনাম হায়দরাবাদ – আবু ধাবি (সন্ধে ৭.৩০)
৩০ সেপ্টেম্বর – রাজস্থান বনাম কেকেআর – দুবাই (সন্ধে ৭.৩০)
৩ অক্টোবর – দিল্লি বনাম কেকেআর – শারজা (সন্ধে ৭.৩০)
৭ অক্টোবর – কেকেআর বনাম চেন্নাই – আবু ধাবি (সন্ধে ৭.৩০)
১০ অক্টোবর – কিংস ইলেভেন পাঞ্জাব বনাম কেকেআর – আবু ধাবি (বেলা ৩.৩০)
১২ অক্টোবর – আরসিবি বনাম কেকেআর – শারজা (সন্ধে ৭.৩০)
১৬ অক্টোবর – মুম্বই বনাম কেকেআর – আবু ধাবি (সন্ধে ৭.৩০)
১৮ অক্টোবর – কেকেআর বনাম হায়দরাবাদ – আবু ধাবি (বেলা ৩.৩০)
২১ অক্টোবর – কেকেআর বনাম আরসিবি – আবু ধাবি (সন্ধে ৭.৩০)
২৪ অক্টোবর – কেকেআর বনাম দিল্লি – আবু ধাবি (বেলা ৩.৩০)
২৬ অক্টোবর – কেকেআর বনাম কিংস ইলেভেন পাঞ্জাব – শারজা (সন্ধে ৭.৩০)
২৯ অক্টোবর – চেন্নাই বনাম কেকেআর – দুবাই (সন্ধে ৭.৩০)
১ নভেম্বর – রাজস্থান বনাম কেকেআর – দুবাই (সন্ধে ৭.৩০)

IPL

করোনা আবহে আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) শুরু আইপিএল ১৩। অর্থাৎ বাকি নেই আর দু’সপ্তাহও। অন্যান্যবার টুর্নামেন্ট শুরুর অনেক আগেই সূচি ঘোষণা হয়ে যায়। কিন্তু করোনা পরিস্থিতি সবটাই বদলে গিয়েছে।

IPL

ভারত থেকে টুর্নামেন্ট চলে গিয়েছে UAE। কোভিড বিধি মেনেই চলছে আয়োজন ও প্রস্তুতি। তার উপর চেন্নাই দলের দুই ক্রিকেটার-সহ ১৩ জন করোনা আক্রান্ত হন। সবমিলিয়েই তাই চূড়ান্ত সূচি ঘোষণা করতে সময় নিচ্ছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। তবে সেই প্রতীক্ষার অবসান ঘটল রবিবার। যদিও প্লেঅফ পর্বের দিনক্ষণ সূচিতে দেওয়া হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL 2020, #BCCI

আরো দেখুন