বিধানসভার আসন্ন অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব নিয়ে মমতাকে আর্জি মান্নান-সুজনের
বিধানসভার আসন্ন অধিবেশনে প্রশ্নোত্তরসহ গুরুত্বপূর্ণ যাবতীয় পর্ব যাতে শামিল থাকে সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম চিঠি দিল দুই বিরোধী শিবির বাম ও কংগ্রেস। একই চিঠি তারা দিয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও। বিমানবাবু কার্য উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে আগামী ৮ তারিখ বৈঠক ডেকেছেন অধিবেশনের আলোচ্যসূচি চূড়ান্ত করার জন্য। তার আগে তাঁকে ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আগাম চাপ তৈরির পথ নিল বিরোধী জোটপক্ষ। অধ্যক্ষের কথাবার্তা থেকে তারা মনে করছে, কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দ্রুত অধিবেশন শেষ করা হবে। করোনা আবহের যুক্তিতে এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না রাখার জন্য সরকারপক্ষ প্ল্যান করতে পারে।
মমতাকে পাঠানো যৌথ চিঠিতে এদিন দুই শিবিরের তরফে আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী বলেছেন, প্রায় ছ’মাস পর এই অধিবেশন বসতে চলেছে। এর মধ্যে কোভিড পরিস্থতি, উম-পুন ঝঞ্ঝা, পরিযায়ী শ্রমিক, দ্রব্যমূল্য বৃদ্ধি, কেন্দ্রের বঞ্চনা ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে রাজ্য জুড়ে নানা চর্চা হয়েছে। এসব বিষয়ে বিধানসভার অন্দরে তাই প্রশ্নোত্তরসহ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হওয়া জরুরি। লোকসভার আসন্ন অধিবেশনে প্রশ্নোত্তরের মতো গুরুত্বপূর্ণ পর্ব বাতিল করার ব্যাপারে বাম, কংগ্রেস, তৃণমূল এক সুরে তীব্র বিরোধিতা করায় সরকারপক্ষ কিছুটা পিছু হঠেছে। এই অবস্থায় রাজ্য বিধানসভার অধিবেশনে এই পর্বগুলি থাকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এব্যাপারে রাজ্য মন্ত্রিসভার প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও পরামর্শের জন্য এই আগাম চিঠি বলে মান্নান-সুজন জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা অন্তত তিন সপ্তাহের জন্য এই অধিবেশন চালু রাখারও দাবি করেছেন চিঠিতে। প্রসঙ্গত, অধ্যক্ষ বৃহস্পতিবারই অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন যে এবার মাত্র দু’দিনের জন্য এই অধিবেশন হবে।