দেশ বিভাগে ফিরে যান

লকডাউনে ফেরাতে হবে বাতিল বিমানের টিকিটের পুরো টাকাই, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

September 7, 2020 | < 1 min read

কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। লকডাউনে বাতিল হওয়া বিমানের টিকিটের পুরো টাকাই যাত্রীদের ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। তবে কোনও বিমানসংস্থা যদি টাকা ফেরত না দিতে পারে, সেক্ষেত্রে আগামী ৩১ মার্চ পর্যন্ত ওই দামের টিকিটে সফর করতে পারবেন ওই যাত্রী। এমনকী চাইলে ওই দামের টিকিট তিনি অন্য কাউকে দিতেও পারেন। যাতে ওই ব্যক্তি বিমানে সফর করতে পারেন। শনিবার এমনই সুবিধা দেওয়ার কথা শীর্ষ আদালতে জানিয়েছে কেন্দ্র।

গত ২৫ মার্চ করোনা সংক্রমণ রুখতে আচমকাই দেশজুড়ে জারি হয় লকডাউন। বাতিল হয় আন্তর্জাতিক–ঘরোয়া সমস্ত উড়ান। আগে থেকে কেটে রাখা টিকিট কিংবা পরবর্তীতে ঘরে ফেরার জন্য অনেকেই টিকিট কেটেছিলেন। কিন্তু বাতিল হয়ে যায় সেই টিকিট। এরপরই ২৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত বাতিল বিমানের টিকিটের পুরো টাকা ফেরত পাওয়ার দাবি জানান যাত্রীরা। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। দায়ের হয় পিটিশন। সেই পিটিশনের শুনানিতেই কেন্দ্র একথা জানায়।

এদিন কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, ‘‌‘‌২৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত বাতিল বিমানের পুরো টাকাটাই যাত্রীকে ফেরত দেবে বিমানসংস্থাগুলো। কোনও বিমানসংস্থা সেই টাকা ফেরাতে অপারগ হলে, ওই দামের টিকিটে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত যেকোনও দিন যাত্রা করা যাবে। চাইলে কোনও যাত্রী সেই দামের টিকিট অন্য কাউকে দিয়েও দিতে পারে।’‌’ আর কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলেই স্বস্তিতে সাধারণ মানু্ষ। কারণ আগে থেকেই টিকিট কেটে রাখায় বিপাকে পড়েছিলেন অনেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#DGCA, #Airlines, #Lockdown

আরো দেখুন