উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বেলাগাম বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গ

September 7, 2020 | < 1 min read

শনিবারের পর থেকেই বৃষ্টির পরিমাণ বেড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। টানা বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন এলাকা।

রাতভর বৃষ্টির জেরে ফের নদী ভাঙন শুরু হয়েছে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিভিন্ন এলাকায়। ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি মাকরাপাড়া এলাকায় ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। ওই এলাকায় কুর্তি নদীর ভাঙন বসতবাড়ির কাছে চলে এসেছে। আতঙ্কিত এলাকার প্রায় ৪০টি পরিবার। আপাতত ওই এলাকায় নদী ভাঙন আটকাতে স্থানীয়রা নিজেরাই বাঁশ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন। এছাড়াও লাগাতার বৃষ্টির জেরে মূর্তি, নেওরা, ইনডং, মাল নদীর জলও বেড়েছে।

আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমি অক্ষরেখা উত্তরদিকে সরবে। এর জেরে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি সহ উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও বঙ্গোপসাগরের উপর। মৌসুমি অক্ষরেখা জয়পুর থেকে ডালটনগঞ্জ, শান্তিনিকেতন হয়ে বাংলাদেশ ও অসমের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এদিন রাজ্যজুড়ে বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও। বাড়তে পারে নদীর জলস্তর। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rain

আরো দেখুন