দেশ বিভাগে ফিরে যান

অর্থনীতির বেহাল দশার জন্য ভগবানকে দায়ী করা হিন্দুত্বের অপমান, নির্মলাকে তোপ শিব সেনার

September 7, 2020 | 2 min read

দেশের অর্থনীতির বেহাল দশার জন্য কয়েকদিন আগেই করোনা মহামারিকে দায়ী করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভগবানের তৈরি করা এই বিপর্যয়ের জন্যই ভারতের অর্থনৈতিক  অগ্রগতি থমকে গিয়েছে বলেও মন্তব্য করেছিলেন। এরপরই দেশজুড়ে বিতর্ক শুরু হয়। সমালোচনা করেছিলেন অর্থমন্ত্রীর স্বামী পরকলা প্রভাকর (Parakala Prabhakar)। এবার দেশের অর্থনীতির বেহাল দশার জন্য ভগবানকে দায়ী করার ঘটনা হিন্দুত্বের অপমান বলেই তোপ দাগল মহারাষ্ট্রের শাসকদল শিব সেনা। নিজেদের দলীয় মুখপত্র সামনায় ভগবানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য তীব্র আক্রমণ করল নির্মলা সীতারমণকে।

রবিবার সামনায় প্রকাশিত সম্পাদকীয়তে দলের মুখপত্র ও রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্য কোন ধরনের হিন্দুত্বের পরিচয় তা নিয়ে প্রশ্ন তোলেন। দেশের অর্থনীতির বেহাল দশা নিয়ে কোনও মন্তব্য না করার জন্য সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। ওই প্রতিবেদনে তিনি লিখেছেন, ‘ভারতের অর্থনৈতিক পরিস্থিতির জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ভগবানকে দায়ী করেছেন। তাঁর এই মন্তব্য আসলে হিন্দুত্ব (Hindutva) -কেই অপমান করেছে। দেশের অর্থনীতির বেহাল দশার জন্য যদি ভগবানকে অপরাধী বলা হয় তাহলে কোনও আদালত তার শুনানি হবে? নোটবন্দি থেকে লকডাউন, দেশের অর্থনীতি পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে। কিন্তু, উনি ভগবানের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। এটা কোন ধরনের হিন্দুত্ব।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেছেন, কিছুদিন আগেই আমাদের দেশ অর্থনৈতিক সুপার পাওয়ারে (economic superpower)  পরিণত হচ্ছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, বর্তমানে তিনি এ বিষয়ে কোনও মন্তব্যই করছেন না। করোনা মহামারির আগে থেকেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। তখনও তিনি এবিষয়ে চুপ ছিলেন। এখনও তাঁর সরকারের অর্থমন্ত্রী ভগবানের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। করোনা মহামারি ও বেহাল অর্থনীতি যদি ভগবানের ইচ্ছার উপরে নির্ভরশীল হয় তাহলে সরকার আর সেনাবাহিনীর কী দরকার আছে? ভগবানই সবকিছু বুঝে নেবেন?’

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Economy, #Nirmala Sitharaman, #Shiv Sena

আরো দেখুন