বাংলাকে অপমানজনক মন্তব্য, তথাগতকে একহাত নিলেন পার্থ
মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বারবার পশ্চিমবঙ্গের বিষয়ে বিভিন্ন কটু মন্তব্য করেছেন। একসময় তিনি বলেন মুম্বইতে বাঙালিদের দেখা যায় পরিচারিকা বা বার ড্যান্সারের কাজ করতে।
সেই তথাগত রায় এখন স্বপ্ন দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার। এই প্রসঙ্গে মুখ খুললেন তৃনমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় মানুষকে সম্মান জানানো হয়। বারবার বাংলা বিদ্বেষী মন্তব্য করে চলা তথাগত রায়ের এবার ভেবে দেখা উচিৎ এরকম হীন মানসিকতা নিয়ে তিনি বাংলার রাজনীতিতে কি করে প্রবেশ করবেন?
বাংলা বিরোধী মন্তব্য তথাগতর এই প্রথম নয়। একসময় তিনি বলেন, বিদ্যাসাগর, বিবেকানন্দের যুগ চলে গেছে, বাংলার সেই গৌরবও আর নেই। হরিয়ানা থেকে কেরল, বাঙালীদের দেখা যায় ঘর মুছতে এবং বাঙালী মহিলাদের মুম্বইতে বার ড্যান্সার হিসেবে। যা আগে কল্পনার অতীত ছিল। এই মন্তব্যের পর প্রতিবাদে ধর্নায় বসেছিল তৃণমূল।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে বঙ্গ বিজেপিতে ইতিমধ্যেই কোন্দল শুরু হয়ে গেছে। দিলীপ, বাবুল, মুকুল, স্বপন এর পর এবার তথাগতবাবুও মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে নাম লিখিয়েছেন। কিন্তু গোষ্টিকোন্দল আটকাতে, বিজেপির ঘোষিত নীতি, কোনও মুখ ছাড়াই বিজেপি একুশের নির্বাচন লড়বে।