দেশ বিভাগে ফিরে যান

ICICI-র প্রাক্তন সিইও-র স্বামী দীপক কোচরকে গ্রেপ্তার করল ইডি

September 8, 2020 | < 1 min read

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচরের স্বামী দীপক কোচরকে সোমবার গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আইসিআইসিআই-ভিডিওকন অর্থ তছরুপ মামলার তদন্ত সূত্রেই তাঁর এই গ্রেপ্তারি বলে জানানো হয়েছে। মঙ্গলবার তাঁকে মুম্বইয়ের স্থানীয় আদালতে তোলা হবে। ইডির এক আধিকারিক জানিয়েছেন, দীপককে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় আরও তথ্য জোগাড় করতেই তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে।

ইতিমধ্যে এই মামলায় ছন্দা, তাঁর স্বামী দীপক এবং ভিডিওকন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা বেণুগোপাল ধুত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। এর আগে ইডি জানিয়েছিল, ছন্দার নেতৃত্বাধীন আইসিআইসিআই ব্যাঙ্কের পরিচালন বোর্ড ভিডিওকনকে ৩০০ কোটি টাকা ঋণ দেয়। সেই ঋণ থেকে ৬৪ কোটি টাকা ঘুরপথে ছন্দার স্বামী দীপকের মালিকানাধীন সংস্থায় ফেরত এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Deepak Kochar, #ICICI Bank

আরো দেখুন