তথ্য যাচাই বিভাগে ফিরে যান

হোয়াটসঅ্যাপে দুর্গাপুজোর ‘সরকারি’ গাইডলাইন পেয়েছেন? জেনে নিন আসল সত্য

September 8, 2020 | 2 min read

সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ মেসেজ বেশ রমরমিয়ে শেয়ার করা হচ্ছে। দাবি করা হচ্ছে মেসেজটি মূলত দুর্গাপুজো সংক্রান্ত একটি সরকারি গাইডলাইন। যেখানে বলা হয়েছে দুর্গা পুজোয় এই কোভিড পরিস্থিতিতে কি কি বিধি নিষেধ মানতে হবে। স্বভাবতই এই মেসেজ হুড়মুড়িয়ে শেয়ার হচ্ছে।

শেয়ার হওয়া মেসেজটি খানিক এই রকম:

“Rules of 2020 Durga Puja

✔️এবছর সারা রাতে ঘুরে ঘুরে ঠাকুর দেখা বন্ধ ,
✔️কারণ পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুজোর পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত সবকটি দিন বিকেল পাঁচটার পর থেকে নাইট কারফিউ জারি থাকবে চলবে ভোর চারটে পর্যন্ত।

✔️মণ্ডপে একসাথে 5 জনের বেশি প্রবেশ নিষিদ্ধ।
✔️ অষ্টমীতে অঞ্জলিতে ফুল দেয়া নিষিদ্ধ এবং কাটা ফল ব্যবহার করা যাবে না।

✔️ প্রত্যেকের মুখে মাস্ক অনিবার্য এবং সকলের পকেটের স্যানিটাইজার এর বোতল থাকতে হবে।

✔️ প্রত্যেকটি পূজামণ্ডপে থাকবে থার্মাল স্ক্রীনিং এর ব্যবস্থা।

✔️ সন্দেহজনক মনে হলে করোনা টেস্ট করানো হবে সঙ্গে সঙ্গে।

✔️ পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোন কাজ হবে না সমস্ত কাজ হবে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে।

✔️ দশ ফুটের বেশি কোন প্যান্ডেলে প্রতিমা করা যাবে না।

✔️ প্রতিটি মন্ডপ হতে হবে খোলামেলা এবং সাবলীল।

✔️ স্টল বসবে হাতে গোনা কয়েকশো গোটা কলকাতা জুড়ে, স্টল থেকে খাবার কিনে সামনে খাওয়া যাবে না সেটা নিয়ে সোজা বাড়ি চলে যেতে হবে।

✔️ অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র করজোড়ে অঞ্জলি নিবেদন করতে হবে একসাথে 5 জনের বেশি কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

✔️যাতে বেশী ভিড় না হয় তার জন্য পরিবহন ব্যবস্থায় রাস টানা হবে বলে শোনা যাচ্ছে, তবে মেট্রো ব্যবস্থা সাবলীল থাকবে।

✔️ সকাল আটটা থেকে দুপুর তিনটে পর্যন্ত মেট্রো চলবে।
দশমী বিসর্জন এর ক্ষেত্রে একসঙ্গে সিঁদুর খেলা ও বরণ করা যাবে না ।

✔️এবারে সিঁদুর খেলার আয়োজন হবে না ।

✔️এছাড়া প্রতিমা নিরঞ্জন করার জন্য কোন বিশেষ শোভার আয়োজন করা হবে না ।

✔️মণ্ডপ থেকে ঠাকুরকে বের করে বাইরে রেখে দেয়া হবে এবং পৌরসভার লোকেরা গাড়ি নিয়েএসে সেই ঠাকুর নিয়ে সোজা গঙ্গার ঘাটে চলে যাবে।”

সত্যতা

জেনে রাখা ভালো যে গাইডলাইনটি ভুয়ো। সরকার এরকম কোনও গাইডলাইন প্রকাশ করে নি। তাই মন খারাপের আপাতত কোন কারণ নেই।

স্বয়ং মুখ্যমন্ত্রী দুর্গাপুজো ভালোভাবে করার কথা বলেছিলেন। গত ১৫ই জুলাই নবান্ন সভাগৃহে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে আগামী কয়েকদিন সচেতন থাকতে হবে। সামনেই পুজো আসছে। ভাল করে করতে হবে তো।’

তাই নিশ্চিন্তে থাকুন। হোয়াটসঅ্যাপে সরকারি গাইডলাইন বলে শেয়ার হওয়া মেসেজটি ভুয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp Massage, #Fact Check

আরো দেখুন