← রাজ্য বিভাগে ফিরে যান
করোনা যোদ্ধাদের কুর্নিশ পুলিশ দিবস উদযাপনে
গত পয়লা সেপ্টেম্বর ছিল ‘পুলিশ দিবস’। কিন্তু সাতদিনের রাষ্ট্রীয় শোক জারি থাকায় সেদিন স্থগিত রাখা হয়েছিল আনুষ্ঠানিক উদযাপন। অনুষ্ঠান হল আজ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বললেন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সর্বস্তরের পুলিশকর্মীদের সঙ্গে। উদ্বোধন করলেন রাজ্যজুড়ে পুলিশ বিভাগের একাধিক নবনির্মিত ভবনের। যার মধ্যে রয়েছে কলকাতার বাঁশদ্রোণী থানা এবং গড়িয়া ট্রাফিক গার্ডের নতুন ভবন ও নতুন ভাবে সজ্জিত কলকাতা পুলিশের অত্যাধুনিক কন্ট্রোল রুম।
করোনায় আক্রান্ত হয়ে যে সব পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের হাতে আজ তুলে দেওয়া হয় সরকারি চাকরির নিয়োগপত্র। ‘করোনা-যোদ্ধা’ পদক এবং শংসাপত্রও দেওয়া হয় অতিমারীর বিরুদ্ধে লড়াই চালাতে-থাকা সব স্তরের পুলিশকর্মীদের।