গ্রেপ্তার রিয়া চক্রবর্তী
টানা তিনদিন জেরার পর রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। ৯ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেবেন রিয়া। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মূল অভিযুক্ত। সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়। বিকেল ৪টে নাগাদ এই গ্রেপ্তারির অনুষ্ঠানিক ঘোষণা করা হবে। রিয়ার মেডিকেল পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে এনসিবি দপ্তরের বাইরে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। রিয়ার কোভিড পরীক্ষাও করা হবে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্য়েই মাদক যোগ সামনে এসেছে। রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, সুশান্তের পরিচারক কেশব সহ মোট নয় জনকে এই মামলার ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। রিয়া ও তাঁর ভাই শৌভিক সুশান্তকে ড্রাগ দিয়েছিলেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। এবার সুশান্তের মৃত্যু মামলায় মাদক যোগে গ্রেপ্তার হলেন খোদ রিয়া চক্রবর্তী। সূত্রের খবর, রিয়া স্বীকার করে নিয়েছেন তিনি গাঁজা ও অন্যান্য ড্রাগ সেবন করেছিলেন। তবে জিজ্ঞাসাবাদে বারবারই বয়ান পালটেছেন রিয়া। জেরায় একাধিক বলিউড তারকার নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে।
গত তিনদিন ধরে রিয়া এনসিবির বহু প্রশ্নের জবাব দিতে পারেননি। অভিযুক্ত নায়িকার বিরুদ্ধে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে সূত্রের খবর। মেয়ের গ্রেপ্তারিরর খবর দেওয়া হয়েছে রিয়ার বাবা-মাকে।
বিস্তারিত আসছে….