রাজ্য বিভাগে ফিরে যান

যাদবপুরের পড়ুয়ারাও দেবেন বাড়ি থেকে পরীক্ষা

September 8, 2020 | 2 min read

কলকাতার পর এবার বাড়ি থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। সোমবার অ্যাডমিশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কলা ও বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা বাড়ি থেকে পরীক্ষা দেবেন। তবে কলকাতার মতো উত্তর লেখার জন্য ২৪ ঘণ্টা নয়, আগের মতো দু’ঘণ্টা সময়ই পাবেন ছাত্রছাত্রীরা। তবে ইমেল বা হোয়াটসঅ্যাপে আসা প্রশ্নপত্র ডাউনলোড এবং জমা দেওয়ার জন্য ১৫ মিনিট থেকে এক ঘণ্টা বাড়তি সময় দেওয়া হবে। পরীক্ষা হবে ৫০ নম্বরের। লকডাউন শুরুর আগে যত পর্যন্ত পড়াশোনা হয়েছে, তা থেকেই আসবে প্রশ্ন। এর আগে রাজ্য সরকারের অ্যাডভাইজারি মেনে প্রজেক্ট এবং হোম অ্যাসাইনমেন্টে যতটা মূল্যায়ন হয়েছে, সেটা বৈধ থাকবে। বাদবাকি নম্বরের জন্য হবে লিখিত পরীক্ষা। এখনই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে, প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। সেপ্টেম্বর মাসেই সাপ্লিমেন্টারি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নিয়ে নেওয়া হবে। মঙ্গলবার থেকে কলা বিভাগের এবং বৃহস্পতিবার থেকে বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে।

অন্যদিকে, বিকম-এর সিলেবাসের বোঝা কমাতে বৈঠক ডাকল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য বিকম অনার্স এবং জেনারেলের সিলেবাস কমানোর লক্ষ্যে ১০ সেপ্টেম্বর ওই বৈঠক ডাকা হয়েছে। ভার্চুয়াল বৈঠকটিতে সবক’টি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষকরা অংশ নেবেন। প্রসঙ্গত, বাণিজ্য বিভাগের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সময় পেয়েছেন সবচেয়ে কম। সেই কারণেই সিলেবাস শেষ করা কঠিন হয়ে যাবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভিন্ন কলেজ বিভিন্ন অধ্যায় দিয়ে পড়াশোনা শুরু করেছে। ফলে একেকটি কলেজে একেক রকম জায়গায় এসে থেমেছে পঠন-পাঠন। তাই একটি সমতা এনে সিলেবাস ছোট করার কথা ভাবা হয়েছে। ১ অক্টোবর থেকে স্নাতক ও স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষার আয়োজন নিয়ে ৯ সেপ্টেম্বর একটি বৈঠক ডাকা হয়েছে অধ্যক্ষদের নিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Online Examination, #jadavpur university

আরো দেখুন