দেশ বিভাগে ফিরে যান

একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ৯৬ হাজার

September 10, 2020 | < 1 min read

আনলক ফোরেও দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৪ জন। মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৬২ জনের।

গত সোমবার সংক্রমণে নয়া নজির গড়ে প্রায় ৯১ হাজার মানুষ আক্রান্ত হন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে যায়। মোট সংক্রমণে বিশ্ব-তালিকার আগেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ভারতের ঠিক উপরেই রয়েছে আমেরিকা।

এছাড়াও, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য বলছে, একদিনের সর্বাধিক সংক্রমণের নিরিখে বিশ্বে প্রায় এক মাস ধরে শীর্ষে রয়েছে আমাদের দেশ। মঙ্গলবার সংক্রমণ কিছুটা কমলেও ভাইরাসের কবলে পড়ে একদিনে মৃতের সংখ্যার নিরিখে দেশে নয়া রেকর্ড সৃষ্টি হয়। আর বুধবার ফের চড়েছে সংক্রমণের গ্রাফ।

এখনও পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্তের তালিকার উপর থেকে পরপর রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বর্তমানে দেশের মোট অ্যাক্টিভ রোগীর ৪৯ শতাংশ এবং মোট মৃতের ৫২ শতাংশই এই পাঁচ রাজ্যের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Update, #India, #Coronavirus

আরো দেখুন