প্রযুক্তি বিভাগে ফিরে যান

ব্যক্তিগত তথ্য চুরির সম্ভাবনা প্রবল অ্যালেক্সায়

September 10, 2020 | < 1 min read

যা প্রশ্ন করবেন, তারই উত্তর দেবে। গান চালাতে বললে, তাও চালিয়ে দেবে। করোনা সংক্রান্ত দেশ–বিদেশের খবর মুহূর্তে আপনার সামনে হাজির করবে অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ‘অ্যালেক্সা’। 

অ্যালেক্সা অন করে আপনি যে কোনও প্রশ্ন করতে পারেন, কোনও পরিষেবার সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন, স্পিকারে তার উত্তর পাবেন। অর্থাৎ আপনি কোনও কিছুর জন্য যেমন গুগলে টাইপ করে সার্চ করেন, এখানে সেটা মুখে বললেই হবে। 

কিন্তু এই অ্যালেক্সাই আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। হ্যাকিং–এর শিকার হতে পারেন ব্যবহারকারী, জানিয়ে দিচ্ছে সাইবার ইনটেলিজেন্স সংস্থা ‘চেকপয়েন্ট’। 

তাদের দাবি, অ্যালেক্সায় অনেক ফাঁকফোকড় ধরা পড়েছে, যার সাহায্য নিয়ে আপনার ব্যাঙ্কের তথ্য চুরি করে নিতে পারে হ্যাকাররা। 

ব্যবহারকারীর ব্যাঙ্কের তথ্য সংগ্রহ করে না অ্যামাজন। কিন্তু অ্যালেক্সার সঙ্গে কী কথাবার্তা হচ্ছে, আপনি কী জানতে চাইছেন, তা সবই রেকর্ড হয়। ধরুন, ব্যাঙ্ক সংক্রান্ত কোনও সমস্যা নিয়ে আপনি অ্যালেক্সাকে প্রশ্ন করে বসলেন, আর কথায় কথায় ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যও জানিয়ে দিলেন, সেক্ষেত্রে বিপত্তি ঘটে যেতেই। মুহূর্তেই সেই তথ্য হ্যাকারের হাতে পৌঁছে যেতে পারে। 

অ্যালেক্সার কার্যক্ষমতা বাড়াতে নতুন ‘স্কিল’ ইনস্টলও করতে পারেন ব্যবহারকারীরা। ব্যবহারকারী নতুন স্কিল ইনস্টল করলে, তাও নাকি জানা যাচ্ছে, বলছে ‘চেকপয়েন্ট’–এর বিশেষজ্ঞরা। রিপোর্ট বলছে, ভুলবশত কোনও ভুয়ো লিঙ্কের হাত ধরে যদি আপনি অ্যামাজন ডট কমে ঢুকে পড়েন, তাহলে খেলা শেষ! কোড ইনজেকশন পদ্ধতিতে আপনার সম্পর্কে সমস্ত তথ্য সেকেন্ডের মধ্যে হ্যাকারের হস্তগত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#technews, #Alexa

আরো দেখুন