দেশ বিভাগে ফিরে যান

জনপ্রিয় হচ্ছে টি শার্টে লেখা হিন্দি আগ্রাসন বিরোধী স্লোগান

September 11, 2020 | < 1 min read

“আমি হিন্দি জানি না। হিন্দি চলে যাও”,
“আমি তামিলভাষী ভারতীয়”,
“আমি ভারতীয়, আমি হিন্দি বলি না”

জনপ্রিয় সঙ্গীত পরিচালক শঙ্কর রাজা ও অভিনেতা শিরিষ সারাভাননের একটি কথোপকথনের ছবি রবিবার ট্যুইটারে ভাইরাল হয়। এই ফটোটি শিক্ষক দিবসে অভিনেতা পোস্ট করেন ও ক্যাপশন লেখেন, “আলোচনা চলছে। আগামী দিনে ভালো কিছু হতে চলেছে”।

এই ফটো ভাইরাল হওয়ার কারণ তাদের পরনের টি-শার্ট। সঙ্গীত পরিচালক একটি সাদা টি-শার্ট পরেছিলেন; তাতে তামিল কবি থিরুভাল্লুভারের আঁকা একটি ছবি ছিল। সাথে লেখা “আমি তামিলভাষী ভারতীয়”। অভিনেতার পরনে ছিল লাল টি-শার্ট যাতে লেখা “আমি হিন্দি জানি না। হিন্দি চলে যাও”।

এই টি-শার্ট গুলির প্রচারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে ডিএমকে। সাংসদ কানিমোড়ি রবিবার একটি ফটো ট্যুইট করেন যেখানে তিনি আরও কিছু তরুণদের সঙ্গে দাঁড়িয়ে আছেন, সকলে ঐ একই রকম টি শার্ট পরে। তিনি লেখেন, “একটি অনুভূতি উস্কে দেওয়ার জন্য একটি স্ফুলিঙ্গই যথেষ্ট। এই হিন্দি আগ্রাসনের যুগে আমরা আশা করিনি তরুণরা এভাবে সাড়া দেবে। ওদের ধন্যবাদ।”

ডিএমকে যুব শাখার সম্পাদক উধয়ানিধি স্ট্যালিন থেকে তামিল অভিনেতা ঐশ্বর্য রাজেশ, শান্থনু ভাগ্যরাজ এবং তাঁর স্ত্রী কীর্তি শান্থনু – সকলের পোস্ট করা টি-শার্টের ছবি ভাইরাল হয়।

উল্লেখ্য, ১৯৮০ সালের নাটক ভারুভামিন নিরম সিপ্পু নাটকে প্রথম “আমি তামিলভাষী ভারতীয়” স্লোগান তোলেন কমল হাসান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kanimozhi, #DMK, #anti hindi t-shirt

আরো দেখুন