শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে পথে নামলো বঙ্গীয় শ্রমিক সম্মেলন
দর্জি, ওস্তাগর, তাঁতী ও হোসিয়ারী শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে ১০ই সেপ্টেম্বর পথে নামে জাতীয় বাংলা সম্মেলনের অসংগঠিত শ্রমিক সংগঠন বঙ্গীয় শ্রমিক সম্মেলন। বস্ত্রশিল্পীদের স্বার্থে হাওড়ার অঙ্কুরহাটি হাটে পথসভা করে এই সংগঠন।
লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল এশিয়ার বৃহত্তম বস্ত্রশিল্পের কেন্দ্র মঙ্গলা হাট ও মেটিয়াবুরুজ এবং মূর্শিদাবাদের বেলডাঙা হাট। ফলে এই ব্যবসার সঙ্গে জড়িত হাওড়া, উত্তর-দক্ষিন চব্বিশ পরগণা, হুগলী, মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার ১৩ লক্ষ বাঙালি দর্জি সহ ২ কোটির বেশি ছোট ওস্তাগর, জরি ও এমব্রয়ডারি শিল্পী, হোলসেলার, রিটেলারের জীবন জীবিকা আজ প্রশ্নের মুখে।
তাদের স্বার্থেই এই পথসভা আয়োজিত হয়, জানিয়েছে সংগঠন। এই পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় বাংলা সম্মেলনের সাধারণ সম্পাদক ও অন্যান্যরা। সিদ্ধব্রত দাস। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের হাজার হাজার কোটি টাকা লোন দিতে দুবার ভাবে না, কিন্তু শ্রমজীবী ভাই বোনদের পাশে দাঁড়ানোর কথা ভুলে যায়। শ্রমজীবী ভাই বোনেরা টাকা নিয়ে বিদেশ পালায় না, সরকারের প্রিয় কর্পোরেটরাই পালায়। তাই অবিলম্বে এই করোনা পরিস্থিতিতে কম সুদে ঋণের ব্যস্থা করুক সরকার।”
আগামী দিনে বঙ্গীয় শ্রমিক সম্মেলন এই সকল দাবী নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে কর্মসূচি নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে।