রাজ্য বিভাগে ফিরে যান

হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু! চার্জশিট দিল সিআইডি

September 12, 2020 | < 1 min read

হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু মামলায় চার্জশিট জমা দিল সিআইডি। শুক্রবার রায়গঞ্জ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। বিধায়কের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে হত্যার মামলা শুরু করে পুলিশ।

জুলাই মাসে অস্বাভাবিক মৃত্যু হয় হেমতাবাদের বিজেপি বিধায়কের । রায়গঞ্জের বিন্দোল পঞ্চায়েতের বালিয়া গ্রামের আদি বাড়ে থেকে প্রায় দেড় কিমি দূরে রাস্তার ধারে চায়ের দোকানে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছিল।

ঘটনায় খুনের অভিযোগ করেছিল পরিবার। কেননা, বিধায়কের হাত পা ছিল বাধা। যদিও তাঁর পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার করেছিল পুলিশ। পরিবারের আরও অভিযোগ ছিল, ঘটনার আগের রাতে বেশষ কয়েকজন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

সুইসাইড নোটে দুজনের নাম পাওয়া গিয়েছিল। সেই দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি অনুযায়ী, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার তত্ত্ব স্পষ্ট হয়ে দেখা দেয়। পরবর্তী সময়ে সরকারের তরফে তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়।

শুক্রবার রায়গঞ্জ আদালতে এই মামলায় চার্জশিট দাখিল করেছে সিআইডি। সূত্রের খবর অনুযায়ী এই মামলায় ধৃত নিলয় সিনহা, মাবুদ আলির বিরুদ্ধে প্রতারণার পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে। এসম্পর্কে প্রাক্তন বিধায়কের পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hemtabad, #CID, #hemtabad mla death, #chargesheet

আরো দেখুন