রাজ্য বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি

September 12, 2020 | < 1 min read

করোনা আক্রান্ত হলেন আসানসোল পুরনিগমের মেয়র তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। শনিবার সকালে মেয়র নিজেই তার লালা নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তরও জানিয়েছে, মেয়রের কোন উপসর্গ নেই। তাই তিনি হোম আইসোলেশনে থাকবেন। সেখানেই চিকিৎসক তার চিকিৎসা করবেন। চিকিৎসকের পরামর্শ মতো তিনি ঘরে থেকেই যাবতীয় কাজ করবেন।

জানা গিয়েছে, মেয়রের সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন তার দুই ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা অনুপ চট্টোরাজ ও গৌরব গুপ্ত। করোনার প্রকোপ শুরু হওয়ার একবারে প্রথম দিন থেকে আসানসোলের মেয়র রাস্তায় নেমে কাজ করছেন। গত ৫ মাসেরও বেশি সময়ে তিনি অনেক মানুষের সংস্পর্শে এসেছেন।

প্রসঙ্গতঃ, দু’দিন আগেই আসানসোলের উষাগ্রামের অগ্নিকন্যা ভবনে দলের জেলা সভাপতি হিসাবে তিনি একটি সাংবাদিক সম্মেলনে দলের জেলা কমিটি ঘোষণা করেছিলেন। সেখানে মেয়রের সঙ্গে ছিলেন দলের চেয়ারম্যান তথা মন্ত্রী মলয় ঘটক, আরও তিন নেতা হরেরাম সিং, বিশ্বনাথ পাড়িয়াল ও রুপেশ যাদব। গত কয়েকদিনে মেয়রের কাছে যারা এসেছিলেন, তাদের সবাইকে লালা নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Coronavirus in West Bengal, #Jitendra Tiwari

আরো দেখুন