সংসদে করোনার ছোবল, আক্রান্ত ১৭ জন সাংসদ
সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বাধ্যতামূলক করোনা ভাইরাস পরীক্ষায় ১৭ জন সাংসদের নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত হওয়া সাংসদদের মধ্যে শাসকদল বিজেপির অধিকাংশ সাংসদ রয়েছেন। এছাড়াও ওয়াইআরএস কংগ্রেস, শিবসেনা, ডিএমকে, আরএলপির সাংসদও আছেন এই তালিকায়।
জানা গেছে, ১৭ জন কোভিড পজিটিভ সাংসদদের মধ্যে ১২ জনই বিজেপির সাংসদ। এছাড়াও ওয়াইআরএস কংগ্রেসের ২ জন সাংসদ রয়েছেন এবং শিবসেনা, ডিএমকে ও আরএলপির একজন করে সাংসদ রয়েছেন।
গতকাল এবং আজকে সংসদ ভবনে লোকসভা সাংসদের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৪৮,৪৬,৪২৭। যার মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯,৮৬,৫৯৮। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৯২,০৭১ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৭৯,৭২২ জন।