সংসদের ডায়েরী
দীর্ঘ প্রতীক্ষার পর আজ শুরু হল সংসদের বাদল অধিবেশন। করোনা আবহে নানা নিয়ম, বিধির মধ্যে এক অন্য রূপ গণতন্ত্রের এই মন্দিরের। কিন্তু অধিবেশন শুরু হওয়ার সাথে সাথেই উত্তপ্ত হল সংসদ।
প্রশ্নোত্তর পর্ব বাতিল
প্রশ্নোত্তর পর্ব বাতিল করা নিয়ে বিতণ্ডায় জড়ালো সরকার ও বিরোধীপক্ষ। এই পদক্ষেপকে অধিকার হনন বলে বর্ণনা করে বিরোধীরা। সরকারের দাবি, করোনা সঙ্কটে সময় বাঁচাতেই এই সিদ্ধান্ত।
নিট বাতিল
ডিএমকে সদস্য টি আর বালু দাবি তোলেন, নিট পরীক্ষা চিরতরে বাতিল করতে হবে। তার অভিযোগ, এই পরীক্ষার মানসিক চাপ সহ্য না করতে পেরে আত্মঘাতী হচ্ছেন অনেক পড়ুয়া।
চৈনিক আগ্রাসন
গত কয়েক মাসে লাদাখ সীমান্তে চৈনিক আগ্রাসন এর ইস্যু নিয়ে বলতে চেয়েছিলেন অধীর চৌধুরী। অধ্যক্ষ ওম বিড়লা তাকে থামিয়ে দেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেই বলতে দেওয়া হল না অধীরকে।
পিএম কেয়ারস
সরকারকে লিখিতভাবে প্রশ্ন করা হল পিএম কেয়ারস ফান্ড নিয়ে। প্রশ্ন ছিল, এই ফান্ড কি সরকারি সংস্থার আওতায় পড়ে? তথ্যের অধিকার আইনের আওতায় আসে পিএম কেয়ারস? সরকারের জবাব, না।
মাস্ক কোথায়?
করোনা আবহে চলছে সংসদের বাদল অধিবেশন। সুরক্ষাবিধি নিয়ে তৎপরতা তুঙ্গে। সামাজিক দূরত্ব বজায় রাখতে নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ। কিন্তু এর মধ্যেই লোকসভা অধ্যক্ষ ওম বিড়লাকে দেখা গেল মাস্ক ছাড়া। বিজেপি সাংসদ অজয় মিশ্রও বক্তব্য রাখলেন মাস্ক না পরেই।
চ্যালেঞ্জ অর্থনীতি
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থনীতির দুরবস্থা এবং বেকারত্ব। সংসদে যে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত ছিল তা হল অর্থনীতির অবস্থা, মহামারী ও বেকারত্বের চ্যালেঞ্জ। এমনটাই বললেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে।
একশো দিনের কাজে আস্থা
মাটি খোঁড়ার কাজকে একদিন লোকসভায় দাঁড়িয়ে উপহাস করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সরকারের অসাফল্যের সৌধ বলে বর্ণনা করেছিলেন এই প্রকল্পকে। করোনার আবহে সেই একশো দিনের কাজেই ভরসা মোদি সরকারের। এই প্রকল্পে ৪০০০০ কোটি টাকা বরাদ্দ বাড়ালো কেন্দ্র। পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের বন্ডের পুনরুজ্জীবনের জন্য ২০০০০ কোটি টাকা বরাদ্দ হল।
প্রথম দিনেই কাজের নজির
আজ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন। নতুন নিয়মকানুন, বিধানিষেধ নিয়ে কাজ করছে দুই সদন। এই আবহে দেশের সামনে নজির গড়ার জন্য লোকসভার অধ্যক্ষ সদস্যদের কাছে আবেদন জানান দুটো বিল পাশ করার জন্য। উল্লেখ্য, আজ লোকসভা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ করার কথা। ৩টের সময় রাজসভার কাজ শুরু। তৎসত্ত্বেও লোকসভার কার্যপ্রণালীর সময় ১৫ মিনিট বাড়ান ওম বিড়লা।
মন্ত্রীকে ‘না’
সংসদের কাজ আইন প্রণয়ন করা। সেই জন্যই সরকার বিল আনে, সদস্যরা আলোচনা করেন, মন্ত্রী জবাব দেন আর তারপর বিল পাশ হয়। কিন্তু লোকসভায় আজ ঘটল এক কান্ড। সাধারণত, মন্ত্রী বলতে উঠলে তাকে থামানো যায় না। কিন্তু অধ্যক্ষ ওম বিড়লা আজ মন্ত্রী হর্ষবর্ধনকে বিলের ওপর জবাবী ভাষণ দিতে দিলেন না। হতচকিত হয়ে যান স্বয়ং মন্ত্রী।
পরিযায়ী মৃতর তথ্য নেই!
পরিযায়ী শ্রমিকদের তথ্য চেয়ে সরকারের কাছে প্রশ্ন করা হয়েছিল সংসদের প্রথম দিনে। জবাবে কেন্দ্র জানায়, পরিযায়ী শ্রমিকদের মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য নেই সরকারের কাছে। এই জবাবে স্তম্ভিত সারা দেশ
তৃণমূলের শপথ
আজ রাজ্যসভায় শপথ নিলেন তৃণমূলের দুই নবনির্বাচিত সদস্য দীনেশ ত্রিবেদী এবং অর্পিতা ঘোষ। মার্চ মাসে নির্বাচিত হন তাঁরা। কিন্তু করোনার কারণে আগে শপথ নেননি।
মাস্ক পরুন
অসমের এক নবনির্বাচিত সদস্য আজ রাজ্যসভায় শপথ নেওয়ার সময় মুখ থেকে মাস্ক খুলে ফেলেন। তাতেই রেরে করে ওঠেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তাকে মাস্ক মুখে লাগিয়ে কথা বলতে বলেন। উল্লেখ্য, মার্চ মাসে রাজ্যসভায় মাস্ক পরে আসার ‘অপরাধে’ তৃণমূলের সদস্যদের সাসপেন্ড করার হুমকি দিয়েছিলেন নাইডু।
ভারতীয় ভাষা শিখুন
হিন্দি ভাষা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন হিন্দিকে যেমন ভালোবাসা উচিত, নিজের ভাষাকেও শ্রদ্ধা করা দরকার। তিনি বলেন ভাষা যেন জোর করে চাপিয়ে দেওয়া না হয়। তিনি সাংসদদের বলেন নিজের মাতৃভাষার পাশাপাশি আরেকটি করে ভারতীয় ভাষা শিখতে
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হলেন জনতা দল ইউনাইটেডের সাংসদ হরিবংশ। বিরোধীদের তরফে রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ ঝাকে মনোনীত করা হয়।