হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

পুজোর ঢাকে পড়ল কাঠি, কৃষ্ণ নবমীতে সূচনা হল দুর্গাপুজোর

September 14, 2020 | < 1 min read

মহালয়ের এখনও কিছুদিন বাকি। এরই মধ্যে সপরিবারে মর্তে চলে এলেন দুর্গা। কৃষ্ণ নবমীর দিন প্রথা মেনে কলকাতার অনেক বনেদি বাড়িতে মা দুর্গার বোধন হল। এই পুজো কৃষ্ণ নবমী থেকে শুরু হয় এবং তা চলে শুক্লা নবমী পর্যন্ত। মূলত রঘুনন্দন দুর্গোত্সব তত্ত্ব ও নান্দিকেশ্বর পুরাণ মতে এই পুজো করা হয়।

বোধন হওয়ার পর থেকেই নিত্যপুজো ও সন্ধ্যারতি-র মাধ্যমে দুর্গার আবাহন সম্পন্ন হয়। আর মহালয়ার পর থেকেই প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী পর্যন্ত দুর্গাকে নিত্য নতুন দ্রব্যাদি উত্সর্গ করা হয়। আর তারপর সাধারণত যে নিয়মে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পালিত হয়ে সেই নিয়মেই পুজো চলে দাস বাড়িতেও।

আসুন দেখে নিই এই বিশেষ পুজোর এক ঝলক:

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Krishna Nabami

আরো দেখুন