দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কথা রাখল বিধাননগর পুলিশ কমিশনারেট, আয়োজিত হল এলজিবিটি সচেতনতা শিবির

September 15, 2020 | < 1 min read

২০শে জুলাই রাতে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নারায়ণপুর থানায় হওয়া নির্যাতনের তদন্তের পরে, সমকামী যুবক সঞ্জিত শাস্তির জায়গায় চেয়েছিলেন, বাংলা থেকেই শুরু হোক এলজিবিটি ইস্যুতে পুলিশ বাহিনীকে সংবেদনশীল, সচেতন করার কাজ!

সেই কথা মতই, গত ১৪ই সেপ্টেম্বর বিধাননগর পুলিশ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে শুরু হল, এই কমিশনারেটের অন্তর্ভুক্ত সকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক, এসিটেন্ট কমিশনার, ডেপুটি কমিশনার সকলকে নিয়ে সচেতনতা কর্মসূচী।

এই শিবিরে উপস্থিত ছিলেন ট্রান্সজেন্ডার আন্দোলনের অন্যতম যোদ্ধা রঞ্জিত সিন্হা সহ অনেক এলজিবিটি অনেক তরুণ-তরুণী, যাঁরা ৩৭৭ ধারা বিলোপের পরেও থানায় একজন নাগরিক হিসাবে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হয়েছিলেন! উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এই শিবিরের মূল মন্ত্রই ছিল সংগ্রাম শুধুমাত্র বিরোধীতা নয়, গঠনমূলক সহযোগিতাও! পুলিশ এই পিতৃতান্ত্রিক সমাজের ই অংশ, কাজেই এর মধ্যে যাঁরা সমানাধিকারের প্রশ্নে সহমত, তাঁদের পাশে নিয়েই হোমোফোবিয়া, ট্রান্সফোবিয়ার বিরুদ্ধে আরো বৃহত্তর পরিবর্তন নিয়ে আসতে হবে।

সমানাধিকারের লড়াইয়ে আর এক নতুন ধাপ তৈরী করল বাংলা!

TwitterFacebookWhatsAppEmailShare

#LGBT, #Bidhannagar Police Commissionerate

আরো দেখুন