রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি কর্মী গণেশ রায়ের মৃত‍্যু নিয়ে রাজনীতি করছে গেরুয়া শিবির, দাবি পরিবারের

September 15, 2020 | < 1 min read

গলায় ফাঁসের কারণেই গণেশ রায়ের মৃত্যু হয়েছে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। কিন্তু তারপরেও রাজ্যের শাসক দলের দিকে যখন আঙুল তুলছে গেরুয়া শিবির, তখন গোঘাটের ওই মৃত বিজেপি কর্মীর পরিবার দাবি করল, মৃত‍্যু নিয়ে বিজেপি অযথা রাজনীতি করেছে। গণেশ রায়ের ছেলের দাবি, বাবার মৃত‍্যুর পর তৃণমূল সরকার পাশে ছিল। বিজেপি পাশে ছিল না। শুধু তাই নয়। সোমবার সারাদিন বিজেপির বিক্ষোভ, পথ অবরোধে উত্তপ্ত ছিল আরামবাগ। বিজেপির দাবি ছিল, গণেস রায়ের পরিবারকে হাইজ‍্যাক করেছে পুলিশ। যদিও পুলিশ সুপার সেই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। এবং ওইদিন বিকালেই গোঘাটে গণেশ রায়ের বাড়িতে দেখা মেলে পরিবারের সদস‍্যদের।

পরিবারের হাতে ১০০ দিনের জবকার্ড তুলে দেন গোঘাটের তৃণমূল বিধায়ক মানস মজুমদার। তখনই বিশ্বজিৎ রায় জানান, বাবার মৃত‍্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে। ময়না তদন্ত থেকে দেহ বাড়ি নিয়ে আসা এবং দাহ পর্যন্ত বিজেপির দেখা পাওয়া যায়নি। তৃণমূল নেতা-কর্মীরা পাশে থেকে সাহায‍্য করেছেন। ভবিষ‍্যতেও তৃণমূল পাশে থাকবে বলে জানিয়েছে। মানস মজুমদার জানান, বিজেপি মৃত‍্যু নিয়ে রাজনীতি করে। গণেশ রায়কে নিয়েও সেই রাজনীতি করেছে। কিন্তু ময়না তদন্ত থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা এবং দাহ পর্যন্ত বিজেপি পাশে ছিলে না। তৃণমূল করেছে পাশে থেকে। সেটা ওরা বুঝেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #ganesh roy

আরো দেখুন