দেশ বিভাগে ফিরে যান

টিভি মিডিয়ার কাছে টিআরপি–টাই মুখ্য: সুপ্রিম কোর্ট ‌

September 15, 2020 | 2 min read

বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলির টিআরপি–র পিছনে ছোটা নিয়ে মঙ্গলবার তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। ইউপিএসসি–র মতো ‘‌সরকারি চাকরিতে মুসলিম অনুপ্রবেশ ঘটছে’‌, এই শীর্ষক কিছু এপিসোড সম্প্রচারিত হয়েছিল একটি বেসরকারি টিভি চ্যানেল সুদর্শন টিভি–তে। সেই ঘটনায় এদিন অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট সুদর্শন টিভি–র সম্প্রচার আপাতত বন্ধ করে দিয়ে বলেছে ওই শো একটি বিশেষ সম্প্রদায়কে শয়তান প্রতিপন্ন করে করা হয়েছে। সুপ্রিম কোর্টের ঘোষণা, ‘‌তুমি কোনও একটা সম্প্রদায় বা জাতিকে  বিশেষভাবে নিশানা করতে পার না।’‌

সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এদিন বলেছে, কোনও একটি সম্প্রদায়কে নিশানা করে তার মানহানি করা বা কোনও একজনের ভাবমূর্তি নষ্ট করার পিছনে বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ভূমিকা বিশাল। এক বিচারপতি বলেন, ‘‌বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সমস্যাই হল শুধু টিআরপি’‌, যার জন্য উত্তেজনাপ্রবণ, স্পর্শকাতর খবরের খোঁজ করে তারা, যা অনেক সময়ই কারও মানহানির পর্যায়ে চলে যায়। দেশের পাঁচজন বিশিষ্ট নাগরিকের তৈরি প্যানেলে বৈদ্যুতিন সংবাদমাধ্যমের গুণমান নিয়ে সওয়াল হয়।

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে বেঞ্চে বলা হয়, সব কিছুই নিয়ন্ত্রণ করা হচ্ছে। তখন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কটাক্ষ করে বলেন, ‘‌তাই নাই, এতোই যদি সব কিছুর গুণমান নিয়ন্ত্রিত থাকত, তাহলে আমরা প্রতিদিন টিভিতে যা দেখি তা দেখতে হত না।’‌
ক্ষুব্ধ বিচারপতি চন্দ্রচূড়ের প্রশ্ন, ‘‌সঞ্চালকের ক্ষোভ ছিল যে, একটা বিশেষ সম্প্রদায়ের প্রার্থীরা সরকারি চাকরিতে সুযোগ পাচ্ছে। কতটা প্রতারণাপূর্ণ এটা?‌ এধরনের প্রতারণাপূর্ণ মন্তব্য, ইউপিএসসি পরীক্ষার উপর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। কোনও তথ্যপ্রমাণ ছাড়া এধরনের অভিযোগকে আপনারা কীভাবে অনুমতি দেন। কোনও মুক্ত সমাজে কি এধরনের অনুষ্ঠান সম্প্রচারিত হওয়া উচিত?‌ ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মানহানি হচ্ছে। এটা কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। রাষ্ট্র এটা নিয়ন্ত্রণ করতে পারে না।’

সুদর্শন টিভির আইনজীবী শ্যাম দিওয়ানের উদ্দেশ্যে বেঞ্চের মন্তব্য, ভারত যে বিভিন্ন ভাষা আর সংস্কৃতির মিলিত দেশ, তা মানতে পারেননি তাঁর মক্কেল। তাঁকে নিজের ভাবপ্রকাশের অধিকার সম্পর্কে সচেতন হতে আদেশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি কেএম জোসেফের পরামর্শ, বৈদ্যুতিন মাধ্যমের পুরো মালিকানা খতিয়ে দেখা উচিত। কোম্পানির বিষয়ে সব কিছু সোশ্যাল সাইটে থাকা উচিত যাতে জনসাধারণ সেসম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারে।      

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #TV Media

আরো দেখুন