ভ্রমণ বিভাগে ফিরে যান

পুজোর মরসুমে দীঘায় ৪০ শতাংশ হোটেল বুকিং শেষ

September 16, 2020 | 2 min read

পুজোর আর মাসখানেক বাকি। করোনা­-পরিস্থিতিতে শারদোৎসব কীভাবে কাটবে, তা নিয়ে চিন্তার শেষ নেই আম বাঙালির। তবে এবার লাইন দিয়ে ভিড় করে ঠাকুর দেখা যে হচ্ছে না, তা মোটামুটি নিশ্চিত। এই অবস্থায় এবার অনেকেরই পছন্দের ডেস্টিনেশন মণ্ডপ নয়, দীঘা। বহু মানুষ পুজোর ক’টাদিন আয়েশে কাটাতে সৈকত শহরকেই বেছে নিচ্ছেন। করোনা সংক্রমণের মধ্যেই শুরু হয়ে গিয়েছে বুকিং। এপর্যন্ত প্রায় ৪০ শতাংশ হোটেল-লজ বুকিং হয়েও গিয়েছে। স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে হোটেল মালিকদের মুখে।

দীঘায় হোটেল ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, যাঁরা বুকিং করেছেন, তাঁরা যে ফি বছরই পুজোয় বেড়ান, এমনটা নয়। বরং মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়ে যাঁরা প্রতিমা দর্শন করেন, এবার তাঁদের বেড়ানোর আগ্রহই বেশি। অনেকেই মনে করছেন, ভিড় জমিয়ে পুজো দেখে আর করোনার বিপদকে কাছে ডাকা ঠিক নয়। তার চেয়ে সৈকতে বা ফাঁকা জায়গায় ছুটি কাটানো অনেক ভালো।

কিন্তু দীঘাতেই কেন? পর্যটকদের একাংশ জানাচ্ছেন, পরিবহণ সমস্যার জন্য এবার দূরে বেড়াতে যাওয়া সম্ভব নয়। ট্রেন বন্ধ। চালু হলেও কতদূর সুরাহা হবে, সে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। তাই বাস ও প্রাইভেট কারে সহজে যাওয়া যাবে, এমন জায়গাই তাঁরা বাছছেন। দীঘার পাশাপাশি মন্দারমণিতেও বুকিংয়ের জন্য খোঁজখবর শুরু হয়ে গিয়েছে।

করোনা সংক্রমণের জন্য মার্চ মাসের শেষের দিকে সরকারি নির্দেশ মেনে বন্ধ হয়ে গিয়েছিল দীঘা। জুলাই থেকে ধাপে ধাপে ফের হোটেল­­­-লজ খুলতে শুরু করে। গোড়ায় দীঘা এবং মন্দারমণি পর্যটন কেন্দ্র খোলা নিয়ে আপত্তি তুলেছিলেন স্থানীয়রা। কিন্তু ১৫ আগস্টের পর থেকে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছে দীঘা, মন্দারমণি, তাজপুর। বিশেষ করে দীঘায় আগের মতো ভিড় না থাকলেও প্রতিদিনই লোকজন আসছেন। এতেই খুশি দীঘার হোটেল­­-লজ ব্যবসায়ীরা। ওল্ড দীঘার হোটেল মালিক সাধন দে বলেন, গত তিন সপ্তাহে শনিবার ও রবিবার অনেক পর্যটক আমাদের হোটেলে ছুটি কাটিয়ে গিয়েছেন। তাঁরা পুজোর সময় দীঘায় আসবেন বলে হোটেলের রুম বুকিংও করে গিয়েছেন।

দীঘা­­-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৪০ শতাংশ রুম বুকড। এবার করোনার কারণে ট্রেন পরিষেবা বন্ধ। প্রাইভেট গাড়িতেও অনেকে দূরে কোথাও যেতে চাইছেন না। তাই এবার দীঘাকেই বেছে নিচ্ছেন বহু মানুষ। পুজোর সময়ে বিপুল সংখ্যক পর্যটক দীঘায় আসবেন বলে আমরা আশাবাদী।

মন্দারমণি সি­­­­-­কোস্ট হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবদুলাল দাস মহাপাত্র বলেন, এখানকার হোটেল­-লজে এখনও পর্যন্ত বুকিং হয়নি। তবে পর্যটকরা ভালোই খোঁজখবর নিচ্ছেন। আমরা আশা করছি, এমাসের শেষের দিক থেকেই বুকিং শুরু হয়ে যাবে। তাজপুর সি­­-কোস্ট হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল দাস বলেন, আমরাও আশাবাদী। অক্টোবরের গোড়া থেকেই হয়তো বুকিং শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Digha

আরো দেখুন