দেশ বিভাগে ফিরে যান

দিল্লী দাঙ্গার চার্জশিটে বিজেপির ৩ বড় নেতার নাম নেই কেন? – প্রশ্ন তুললেন প্রাক্তন পুলিশকর্তা

September 18, 2020 | 2 min read

দিল্লী দাঙ্গার আগে বিজেপির যে বড় নেতারা উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন, তাঁদের নাম চার্জশিটে নেই কেন? ওই দাঙ্গা নিয়ে পুলিশ চার্জশিট দেওয়ার পরে এমনই প্রশ্ন তুললেন প্রাক্তন আইপিএস অফিসার জুলিও রেবেইরো। দিল্লী পুলিশকে তিনি মোট দু’টি চিঠি লিখেছেন। দাঙ্গার তদন্ত চলার সময় প্রথম চিঠিটি লিখেছিলেন। পুলিশ চার্জশিট দেওয়ার পরে তিনি দ্বিতীয় চিঠিটি লিখেছেন।

গত ফেব্রুয়ারিতে দিল্লীর দাঙ্গায় ৫৩ জন নিহত হন। আহত হন অন্তত ২০০ জন। কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়। রেবেইরোর প্রথম চিঠির জবাবে দিল্লীর পুলিশ প্রধান এস এন শ্রীবাস্তব বলেন, আমরা তথ্যনিষ্ঠ অনুসন্ধান করছি। কোথাও অস্বচ্ছতা নেই।

বুধবার দিল্লী পুলিশ দিল্লী দাঙ্গা নিয়ে চার্জশিট জমা দেয়। এরপরে দ্বিতীয় চিঠিতে রেবেইরো লেখেন, ‘প্রথম চিঠিতে আমি যে সংশয় প্রকাশ করেছিলাম, তা এখনও রয়েই গিয়েছে। যাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন, তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে কটূক্তি করেছিলেন কয়েকজন হেভিওয়েট বিজেপি নেতা। তাঁদের ওই ধরনের কাজ করার লাইসেন্স কেন দেওয়া হয়েছে তা পরিষ্কার নয়।’ এরপর রেবেইরো লিখেছেন, ‘মুসলিম বা বামপন্থীরা যদি ওই ধরনের ভাষণ দিতেন নিঃসন্দেহে পুলিশ তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনত।’

পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত রেবেইরো একসময় মুম্বই, গুজরাত এবং পাঞ্জাবে পুলিশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি সি আর পি এফেরও শীর্ষস্থানে ছিলেন। প্রথম চিঠিতে তিনি তিন বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর ও প্রবেশ বর্মার নাম উল্লেখ করে প্রশ্ন তোলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন?

প্রসঙ্গত, দিল্লী দাঙ্গার ঠিক আগে এক ভিডিওতে দেখা যায়, কপিল মিশ্র জনৈক পুলিশকর্মীকে হুমকি দিয়ে বলছেন, তারা যদি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটিয়ে না দেয়, তাহলে তাঁরা রাস্তায় নামবেন। তার কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এক মিছিলে স্লোগান তোলেন, গোলি মারো গদ্দারোঁকো। প্রবেশ বর্মার বিরুদ্ধেও উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Delhi Riots Case, #Delhi Police

আরো দেখুন