দিলীপ বিরোধিতার শাস্তি? তথাগতর দলে ফেরার আবেদন এখনও ঝুলেই
সম্প্রতি একটি ভিডিও আলোচনায় তিনি জানিয়েছিলেন, রাজ্যপাল পদের মেয়াদ শেষে ফের একবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চান। এবং তাঁর রাজনৈতিক জীবন পুনরায় শুরু করতে চান এই বাংলাতেই। কারণ তিনি মনে করেন রাজ্য নেতৃত্বের গরুর দুধে সোনা রয়েছে বা গোমূত্রে করোনা নিরাময় হয়-এর কিছু ‘অযৌক্তিক’ মন্তব্য দলের ভালর থেকে ক্ষতি করছে বেশি। ইতিমধ্যেই রাজ্য বিজেপির সক্রিয় সদস্য হতে চেয়ে আবেদনও করে ফেলেছেন তথাগত রায়। কিন্তু এখনও পর্যন্ত নাকি তাঁর আবেদনই গ্রহণ করেনি রাজ্য বিজেপি। আর এর পিছনে রয়েছে পদ্মশিবিরের অন্তর্দ্বন্দ্ব। কারণ বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর অতীতে এই দিলীপ ঘোষের বিরুদ্ধেই একাধিকবার মুখ খুলেছিলেন তথাগত।
উল্লেখ্য, সম্প্রতি এক অনলাইন সেমিনারে তথাগত রায় সরাসরি রাজ্য বিজেপি নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন। এমনকি সূত্রের খবর, বাংলার দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীর কাছেও এক গোপন বৈঠকে দিলীপ ঘোষের সমালোচনা করেছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা। সেই বিষয়টি যে দিলীপ ঘোষ পক্ষ ভালভাবে নেয়নি তা বোঝাই যাচ্ছে।
গত আগস্ট মাসেই মেঘালয়ের রাজ্যপাল হিসেবে নিজের মেয়াদ শেষ করেছেন তথাগত। তারপরেই মিস কলের মাধ্যমে নিজেকে বিজেপির সঙ্গে যুক্ত করেছেন তিনি। কিন্তু দলের সক্রিয় কর্মী হতে হলে একটি আবেদন করতে হয়। সেই আবেদন বেশ কিছুদিন আগে তথাগত করলেও, সেটি এখনও গৃহীত হয়নি। এ প্রসঙ্গে সর্বভারতীয় এক সংবাদপত্রকে এক বিজেপি নেতা জানিয়েছেন, ‘একাধিকবার দিলীপ ঘোষের নানা কার্যকলাপের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন তথাগতদা। সেই কারণেই দিলীপ ঘোষ শিবির তথাগতদার ওপর বেশ রুষ্ট। এখন সুযোগ বুঝে স্রেফ বদলা নেওয়া হচ্ছে। অবশ্যই তথাগতদার আবেদনপত্র গ্রহণ করা হবে। কিন্তু তাঁকে একটু অপমান করার জন্যই ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে।’