আমেরিকা গট ট্যালেন্টের চূড়ান্ত প্রতিযোগীতায় কলকাতার ‘ব্যাড সালসা’ দল
কলকাতার ১৫ বছরের সোনালী মজুমদার আর ২১ বছরের মারাযু সুমন্ত গোটা দেশকে তাক লাগিয়ে দেয়, যখন তাদের প্রথম দেখা যায় আমেরিকা গট ট্যালেন্ট সিজন ১৫- এর মঞ্চে। তাদের নাচ মাতিয়ে দেয় মার্কিন মুলুকের দর্শকদেরও।
‘ব্যাড সালসা’ নামের এই দলের আমেরিকা গট ট্যালেন্টের মঞ্চে প্রথম নাচ ছিল হিন্দি গান ‘ধাতিং ডান্স’ –এর ওপরে। আর তাদের পরিবেশনা শেষ হওয়ার সাথে সাথেই দাঁড়িয়ে অভ্যর্থনা জানান বিচারক এবং দর্শকরা।
বিচারক হুই ম্যান্ডেল বলেন তাদের দলের নাম ‘ব্যাড সালসা’ হলেও তাদের নাচ অসাধারণ। আরেক বিচারক সোফিয়া ভারগারা বলেন নাচ চলাকালীন তিনি একবারও চোখ সরাতে পারেননি। আর সিমন কাওয়েল তো তাদের নাচের তুলনা করে ফেলেন রোলাকোস্টার রাইডের সাথেই।
এভাবেই দর্শক এবং বিচারকের মন জয় করতে করতেই এগিয়ে যায় এই জুড়ি। আর আজ তারা পৌছে গেছে আমেরিকা গট ট্যালেন্টের চূড়ান্ত অধ্যায়ে। সামনে মাত্র একটি পরিবেশনা, আর তাতে মন জয় করতে পারলেই কেল্লা ফতে। বিজয়ীর তাজ পরবে এই দুই ভারতীয়ই। গোটা দেশ সেই অপেক্ষাতেই দিন গুনছে।
এর আগে এই নৃত্যশিল্পী জুড়ি ২০১২- তে জিতেছে ইন্ডিয়া গট ট্যালেন্ট। এছাড়াও ব্রিটেন গট ট্যালেন্টের মঞ্চও কাঁপিয়েছে এই প্রতিযোগীরা।