বাড়ছে সংক্রমণ, সংসদের বাদল অধিবেশন কাটছাঁটের ভাবনা
এই সপ্তাহেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এরই মাঝে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ লক্ষ ছাড়িয়ে গেছে। পাশাপাশি, ৩০ জন সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই, কমতে পারে বাদল অধিবেশনের মেয়াদ। এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবরে।
গত ১৪ই সেপ্টেম্বর শুরু হয় বাদল অধিবেশন। চলার কথা ১লা অক্টোবর পর্যন্ত। কিন্তু সংসদের আধিকারিকরা জানাচ্ছেন এই মেয়াদ এক সপ্তাহ কমতে পারে।
সংসদের কার্যপ্রণালীর দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, বাদল অধিবেশনের শুরু হওয়ার পর থেকে করোনা আক্রান্ত সাংসদের সংখ্যা বাড়ায় চিন্তিত সরকার। তাই, এই অধিবেশনের মেয়াদ কমানোর ভাবনা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩,৩৩৭জন দেশে করোনা আক্রান্ত হয়েছে। আগস্ট থেকে সারা বিশ্বে এটাই দৈনিক সর্বোচ্চ আক্রান্ত হওয়ার সংখ্যা।
আমেরিকার পরেই ভারতবর্ষ আছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায়। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১২৪৭ জন ভারতীয়র। এপর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৮৫,৬১৯।