দেশ বিভাগে ফিরে যান

পুজোর সময় ইউজিসি নেট! প্রতিবাদে মুখর তৃণমূল সহ আপামর বাঙালি

September 19, 2020 | < 1 min read

আজ প্রকাশিত হয়েছে ইউজিসি নেট পরীক্ষার পরিবর্তিত নির্ঘণ্ট। পরীক্ষা হবে অক্টোবর মাসের এক থেকে ২৩ তারিখ পর্যন্ত। বিভিন্ন দিনে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কিন্তু এই নির্ঘণ্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

এনটিএ-র তরফে পরীক্ষা ফেলা হয়েছে ২১, ২২ ও ২৩শে অক্টোবর। কিন্তু এই তিনদিনই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। ২১ তারিখ পঞ্চমীর দিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত আছে এডুকেশন, দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ভূগোল।

২২ তারিখ মহাষষ্ঠী। সেদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত আছে অহমিয়া, মালায়ালম, মারাঠি, পাঞ্জাবী, রাশিয়ান, তেলুগু, উর্দু পরীক্ষা ও দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বাংলা, বড়ো, কাশ্মীরি, সোশ্যাল মেডিসিন ও কমিউনিটি হেলথ। ২৩ তারিখ, মহাসপ্তমীর দিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত আছে হিন্দি। 

এরই প্রতিবাদে গর্জে উঠেছে বাঙালি। নেটিজেনদের বক্তব্য, অন্য কোনও উৎসবের সময় পরীক্ষা রাখা হয় না। তাহলে বাঙালি সংস্কৃতিকে এরকম অপমান কেন?

প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একটি ট্যুইট করে তিনি লেখেন, বাংলার সংস্কৃতির প্রতি কেন্দ্রের অবহেলা এবার সম্পূর্ণ প্রকাশ পেল। নেট পরীক্ষা ফেলা হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীর দিন।

পাশাপাশি, তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভায় এই বিষয়ে নোটিশ দিয়েন। তিনি লিখেছেন, হয় এই তিনদিন পরীক্ষা স্থগিত রাখা হোক, অথবা, এই তিনটি পরীক্ষা পুজোর আগে নেওয়া হোক। ডেরেকের বক্তব্য, বাংলার এই পুজোর সঙ্গে আত্মিক যোগাযোগ ছাড়াও এই সময়ে রাস্তায় প্রচণ্ড জ্যাম হবে। তাই, সরকারকে অনুরোধ করবো এই বিষয়ে শীঘ্র সিদ্ধান্ত নিতে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #NEET and JEE Main 2020, #durga Pujo

আরো দেখুন