দেশ বিভাগে ফিরে যান

তপ্ত রাজ্যসভা, টুইটারে ট্রেন্ড হল গণতন্ত্র হত্যাকারী বিজেপি”

September 21, 2020 | < 1 min read

কৃষি ও কৃষক সংক্রান্ত তিনটি বিল গায়ের জোরে রাজ্যসভায় পাশ করালো কেন্দ্রীয় সরকার। হই-হট্টগোলের মধ্যেই ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হল এই বিলগুলি। বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও সংশোধনী হল না কোনও বিলেই।

বিরোধী সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসও। ‘কালা কানুন ওয়াপস লো’ স্লোগান দিতে থাকেন তৃণমূল সহ বিরোধী সাংসদরা। প্রবল হৈ-হট্টগোল শুরু হয়ে যায়। কিছুক্ষণ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় রাজ্যসভা টিভিরও।

এর জেরেই আজ ৮ সাংসদকে রাজ্যসভা ছাড়ার নির্দেশ চেয়ারম্যান। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সঞ্জয় সিংহ, রিপুন বোহরা, রাজু সাতভ, কে কে রাগেশ, সৈয়দ হুসেন এবং ই করিমকে রাজ্যসভা ছাড়ার নির্দেশ দেন তিনি।

এরপরই টুইটারে গর্জে ওঠেন সাধারণ মানুষ থেকে বিরোধী নেতারা। ট্রেন্ড হতে শুরু হয় #BJPKilledDemocracy

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন যে আটজন সাংসদ কৃষকদের জন্য লড়লেন তাঁদের সাসপেন্ড করা খুব দুর্ভাগ্যজনক। এই স্বৈরাচারী সরকার গণতন্ত্রে বিশ্বাসী না। এই সরকারের বিরুদ্ধে আমরা সংসদেও লড়বো এবং পথেও লড়বো।

দেখুন সেরকমই আরও কিছু টুইট:

TwitterFacebookWhatsAppEmailShare

#Farm Bills, #BJP Killed Democracy, #Rajya Sabha

আরো দেখুন