গণতন্ত্রের কণ্ঠরোধ, সরকারি প্রস্তাবকে মান্যতা দিয়ে ৮ সাংসদ সাসপেন্ড, বিরোধীদের প্রস্তাব নাকচ
কৃষি ও কৃষক সংক্রান্ত তিনটি বিল গায়ের জোরে রাজ্যসভায় পাশ করালো কেন্দ্রীয় সরকার। হই-হট্টগোলের মধ্যেই ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হল এই বিলগুলি। বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও সংশোধনী হল না কোনও বিলেই।
বিরোধী সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসও। ‘কালা কানুন ওয়াপস লো’ স্লোগান দিতে থাকেন তৃণমূল সহ বিরোধী সাংসদরা। প্রবল হৈ-হট্টগোল শুরু হয়ে যায়। কিছুক্ষণ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় রাজ্যসভা টিভিরও।
এর জেরেই আজ ৮ সাংসদকে রাজ্যসভা ছাড়ার নির্দেশ চেয়ারম্যান। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সঞ্জয় সিংহ, রিপুন বোহরা, রাজু সাতভ, কে কে রাগেশ, সৈয়দ হুসেন এবং ই করিমকে রাজ্যসভা ছাড়ার নির্দেশ দেন তিনি।
ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে বিরোধীদের আনা আস্থা প্রস্তাব খারিজও ওরেন ভেঙ্কাইয়া নাইডু। উল্টে, বিরোধীদের বিরুদ্ধে সরকারি প্রস্তাব ধ্বনি ভোটে পাশ করেন তিনি। বিরোধীদেরভোটাভুটির দাবিও নাকচ করে দেন তিনি। তুমুল হট্টগোলের মধ্যে রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয়।