দেশ বিভাগে ফিরে যান

কৃষি বিলের প্রতিবাদে উত্তাল বিজেপি শাসিত হরিয়ানা

September 21, 2020 | < 1 min read

কৃষি বিলের প্রতিবাদে উত্তাল হল খাস বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা। বিল রাজ্যসভায় পাশ হওয়ার আগেই রবিবার সকাল থেকে রাস্তায় নামলেন হাজার হাজার কৃষক। হরিয়ানার প্রায় সর্বত্রই জাতীয় ও রাজ্য সড়ক আটকে প্রতিবাদে শামিল হলেন তাঁরা। ‘রাস্তা রোকো’ কর্মসূচিতে অংশ নিতে অনেক কৃষকই এলেন ট্রাক্টরে চেপে। হাতে ব্যানার নিয়ে রাস্তায় বসে স্লোগান তুললেন বিলের প্রতিবাদে। এর আগে কেন্দ্রের মোদি সরকারের এই পদক্ষেপের বিরোধিতায় তাঁর মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছিলেন শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কাউর। বিরোধিতা করতে শুরু করেছে হরিয়ানার বিজেপি জোট সরকারের শরিক জননায়ক পার্টিও। তারই মধ্যে বিজেপি শাসিত হরিয়ানাতে কৃষকদের এই প্রতিবাদ নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। কৃষকদের প্রতিবাদে সমর্থন জানিয়ে উপস্থিত থাকতে দেখা গেল বিরোধী আইএনএলডি ও কংগ্রেস নেতাদের। শুধু তাই নয়, প্রতিবাদী কৃষকদের ভিড়ে দেখা মিলল শাহবাদের বিধায়ক রামকরণ কালার। তিনি উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালার জয়নায়ক জনতা পার্টির বিধায়ক। পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন দিলজিৎ দোসাঞ্জ ও দালের মেহেন্দির মতো পাঞ্জাবি তারকারাও।

কৃষকদের প্রতিবাদের জেরে এদিন ৩৪৪ নম্বর জাতীয় সড়ক সহ অসংখ্য রাস্তা আটকে পড়ে। যমুনানগরে প্রতিবাদের নেতৃত্ব দেন ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) রাজ্য সভাপতি গুরনাম সিং চারুনি। পাঞ্জাব সীমান্তের আম্বালা-মোহালি হাইওয়ে দিয়ে কৃষকরা হরিয়ানায় ঢুকতে গেলে জলকামান ব্যবহার করেছে পুলিস। অবরোধ হয়েছে কুরুক্ষেত্র, লাডওয়া, শাহবাদ ও কার্নালেও। বহু জায়গাতেই ৩টের পরেও বিক্ষোভ চলে। সতর্ক করে দেওয়া হয়েছে দিল্লি পুলিসকেও। কৃষকদের প্রতিবাদে সমর্থন জানান কমিশন এজেন্টরাও। তাঁরা প্রতিবাদ দেখিয়েছেন কৃষি বাজারগুলিতে। রাস্তায় প্রচুর পুলিস মোতায়েন করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Haryana, #Farm Bills

আরো দেখুন