প্রযুক্তি বিভাগে ফিরে যান

গুগ্‌ল অ্যাসিস্টেন্ট এবার নিজে থেকে আপনার মেসেজ ও ভয়েস মেসেজ পাঠাবে

September 21, 2020 | 2 min read

এবার থেকে ভয়েস মেসেজ পাঠাতে গেলে এমনি মেসেজ পাঠাতে গেলে বেশি খাটতে হবে না। ধাপগুলি অনেকটা কমিয়ে আনছে গুগ্‌ল। আরও আলসেমির সুযোগ পেয়ে যাবেন আপনি। আপনার ফোনের গুগ্‌ল অ্যাসিস্টেন্টকে দু’তিন‌টি আদেশ দিলে নিজে থেকেই সে সব কাজ করে দেবে। 

কেমন করে? দেখে নিন‌  

এখন থেকে হোয়াটস্যাপ বা মেসেঞ্জারের মতো ডেডিকেটেড মেসেজিং অ্যাপ খোলারই দরকার নেই। মাইক আইকন ধরে রেখে আপনাকে নিজের বক্তব্য রেকর্ড করতে হবে না। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নয়া ফিচার আসতে চলেছে। 

ধরা যাক, আপনি আপনার বন্ধুকে‌ কোনও অডিও মেসেজ পাঠাতে চাইছেন। আপনাকে কেবল ফোনটি মুখের কাছে এনে বলতে হবে, ‘হে গুগ্‌ল, সেন্ড অ্যান অডিও মেসেজ টু (কন্ট্যাক্ট লিস্ট)’। ব্র‌্যাকেটের জায়গায় আপনি যাকে পাঠাবেন, আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নামে তাঁর নাম সেভ করা, সেই নামটি বলবেন। ব্যস, আপনার কাজ শেষ। 

কিন্তু হ্যাঁ, আপনি এই ফিচারটি ব্যবহার করার ক্ষেত্রে মাথায় রাখবেন, যাঁকে আপনি মেসেজ পাঠাচ্ছেন, তাঁর ফোনেও গুগ্‌লের নতুন ফিচারটি থাকতে হবে। আবার যদি হোয়াটস্যাপের মতো তৃতীয় কোনও অ্যাপের সাহায্য নিতে হয়, তবে সেই আদেশটিও গুগ্‌ল অ্যাসিস্টেন্টকে দিতে হবে। ‘হে গুগ্‌ল, সেন্ড আ হোয়াটস্যাপ অডিও মেসেজ।’ গুগ্‌ল অ্যাসিস্টেন্টকে ডাক দিলে সেটি আপনাআপনি একটি কমান্ড প্যানেল খুলবে। আপনি রেকর্ড করতে শুরু করে দেওয়ার পর নীচে একটা বক্সে আপনার বলা কথাগুলিকেই টেক্সটে আপনার সামনে হাজির করবে। 

ব্যবহারকারী যখন ইচ্ছে বন্ধ করে দিতে পারেন, আবার বাতিলও করে দিতে পারেন। নয়ত, রেকর্ড শেষ হয়ে গেলে সেটি কন্ট্যাক্ট লিস্টের যেকাউকে পাঠানো যাবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি বাতিল না করেন রেকর্ডটি, তাহলে সরাসরি সেই ব্যক্তির কাছে চলে যাবে। আপনাকে আর জিজ্ঞেস করা হবে না। 

আপাতত এই ফিচারটি ইংরেজি ভাষাভাষি দেশগুলিতে শুরু করা হচ্ছে। এছাড়া পোর্তুগাল ও ব্রাজিলেও চালু হবে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Google Assistant, #voice message, #technews

আরো দেখুন