পিঁপড়ের কবল থেকে চিনি বাঁচানোর ঘরোয়া উপায় জানেন?
বাড়িতে পিঁপড়ের থেকে চিনিকে রক্ষা করা বেশ মুশকিল। অনেক সতর্কতা নেয়ার পরও পিঁপড়ে ঠিকই পৌঁছে যাচ্ছে চিনির কাছে। তাই পিঁপড়ের হাত থেকে চিনিকে বাঁচাতে অনেকেই নানা পন্থা অবলম্বন করছেন। তবে প্রায় ক্ষেত্রেই কাজের কাজ কিছুই হয় না।
তবে বেশ কয়েকটি সহজ উপায়ে পিঁপড়া থেকে চিনিকে নির্বিঘ্নে সুরক্ষা রাখা যাবে। আসুন সেই পদ্ধতিগুলি জেনে নেয়া যাকঃ
১) এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২ থেকে ৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের বেশ দূরে থাকবে পিঁপড়ের দল।
২) চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিতে পারেন। সেটি ৪ থেকে ৫ দিন পর পর বদলে ফেলুন। তেজপাতার গন্ধে পিঁপড়ে চিনির পাত্রের ধারে-কাছেও ভিড়বে না।
৩) মাঝারি মাপের দুই-একটা দারুচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারুচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ে।
৪) চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রাখতে পারেন। সেটি ৪ থেকে ৫ দিন পর পর বদলে ফেলুন। লবঙ্গর গন্ধে চিনির পাত্র থেকে দূরে থাকবে পিঁপড়ের দল।