← দেশ বিভাগে ফিরে যান
সংসদের অধিবেশন বয়কট করবে বিরোধীরা: আজাদ
আট বিরোধী সাংসদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত বিরোধীরা সংসদের অধিবেশন বয়কট করবে। মঙ্গলবার রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ এমনটাই জানালেন।
জিরো আওয়ারের পরে বক্তব্য রেখে আজাদ সরকারের কাছে এমন একটি বিল আনারও দাবি জানিয়েছিলেন যাতে বেসরকারী কোম্পানিগুলো সরকার নির্ধারিত ন্যূনতম সহায়তা মূল্যের (এমএসপি) নীচে খাদ্যশস্য সংগ্রহ না করে তা নিশ্চিত করা উচিত। তিনি সরকারকে সি -২ স্বামীনাথন সূত্র হিসাবে সময়ে সময়ে এমএসপি স্থির করতেও বলেন।
বিরোধীদের প্রতিবাদে কর্ণপাত না করেই রীতিমতো গায়ের জোরেই রবিবার রাজ্যসভায় দু’টি কৃষি বিল পাস করিয়ে নিয়েছে কেন্দ্র। আর প্রতিবাদ দেখানোয় সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন-সহ ৮ সাংসদকে। বিরোধী শিবিরের সাংসদরা এখন গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় বসেছেন। রাতভর চলেছে এই ধর্ণা।