তনুজা অভিনীত এই বাংলা ছবিগুলি দেখেছেন?
এক নম্বর নায়িকা হয়ে থাকার ইচ্ছে ছিল না। বরাবর চেয়েছেন সু-অভিনেত্রী হতে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যক্তিত্ব আর প্রতিভার জোরে নিজের জায়গা পাকা করেছেন। তিনি বাঙালির চিরকালীন নন্দিনী—তনুজা।
দেখে নিন তনুজা অভিনীত এই ছবিগুলিঃ
দেয়া নেয়া (১৯৬৩)
তনুজার জীবনের অন্যতম সফল বাংলা সিনেমা। সুনীল বন্দোপাধ্যায়ের নির্দেশনায় উত্তম কুমারের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন তনুজা। হরিণীর মতো সুন্দরী তনুজার প্রেমে পড়ে যান বাঙালি দর্শক।
এন্টনি ফিরিঙ্গি (১৯৬৭)
সুনীল গঙ্গোপাধ্যায়ের আরো একটি নির্দেশনায় আবারও একবার পর্দায় দেখা যায় উত্তম-তনুজা ম্যাজিক। দর্শক পায় এই বিখ্যাত সিনেমা।
তিন ভুবনের পারে (১৯৬৯)
সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে তৈরি আশুতোষ বন্দোপাধ্যায়ের এই সিনেমায় দেখা যায় সৌমিত্র-তনুজার খাঁটি রোম্যান্স।
প্রথম কদম ফুল (১৯৬৯)
একই বছর ইন্দ্র সেনের হাত ধরে আবার সেলুলয়েডে ফিরে আসে সৌমিত্র-তনুজা জুটি। মন কেড়ে নেয় দর্শকদের।
রাজকুমারী (১৯৭০)
সলিল সেনের সিনেমায় আবারো দর্শক দেখতে পায় উত্তম এবং তনুজার চিরাচরিত
প্রেমকাহিনী। নিয়মের বেড়াজাল ভেঙে প্রেমের জোয়ারে ভাসতে চাওয়া তনুজাকে দর্শকের মনে ধরে যায়।
সীমানা পেরিয়ে (১৯৭৭)
ভয়াবহ জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলে প্রায় ২০ লাখ মানুষ মারা যায়। সেই জলোচ্ছ্বাসের ঘটনাকে কেন্দ্র করে প্রয়াত চলচ্চিত্রকার আলমগীর কবির নির্মাণ করেন ‘সীমানা পেরিয়ে’ চলচ্চিত্রটি। সেই ছবিতে অভিনয় করেন বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, মায়া হাজারিকা, কাফী খান, গোলাম মুস্তাফা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুজা। ছবিতে তনুজার সাবলীল অভিনয় আলোচিত হয়।
সোনার পাহাড় (২০১৮)
পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘সোনার পাহাড়’ ছবিতে সদ্য দেখা গেছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজাকে। বহু বছর পর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন তনুজা। মা-ছেলের সম্পর্ক, আর সম্পর্কের মাঝের শূন্যতা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। দুই অসম বয়স্কের বন্ধুত্বের এক গল্প তুলে এনেছে ছবিটি।