হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

তথ্য নেই! অসংবেদনশীলতার পরাকাষ্ঠা মোদী সরকার

September 23, 2020 | 2 min read

লকডাউনের সময়ে কাজ খুইয়ে বাড়ির পথ ধরা কত জন পরিযায়ী শ্রমিক রাস্তাতেই মারা গিয়েছেন, সেই বিষয়ে কোনও তথ্য না-থাকার কথা সংসদে কবুল করেছে কেন্দ্র। জানিয়েছে, তেমন তথ্য রাখার রেওয়াজ না-থাকায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন নেই। কোভিডের জেরে কত জন পরিযায়ী কর্মী কাজ হারিয়েছেন, সেই সম্পর্কেও সরকারের ঘরে পরিসংখ্যান না-থাকার কথা মেনে নিয়েছে শ্রম মন্ত্রক।

সংসদে এ হেন মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে, এক জন মৃত সম্পর্কেও কোনও তথ্য কি সরকারের কাছে নেই? রেলের হিসেব অনুযায়ী, শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালুর পর থেকে মে-র শেষ পর্যন্ত ট্রেনে-রেললাইনে-স্টেশন চত্বরে মারা গিয়েছেন ৮০ জন পরিযায়ী শ্রমিক কিংবা তাঁদের পরিবারের সদস্য। বিভিন্ন সংবাদমাধ্যমে মৃত্যু মিছিলের যে সবিস্তার খবর বিভিন্ন সময়ে বেরিয়েছে, একাধিক ট্রেড ইউনিয়নের মতে, শুধু সেগুলি যোগ করলেই সেই সংখ্যা ২০০-র বেশি। বেশ কিছু নাম-তথ্য-পরিসংখ্যান পাওয়া সম্ভব বিভিন্ন রাজ্যের কাছ থেকে। বিশেষত, কিছু ক্ষেত্রে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে যারা। তাহলে ‘তথ্য নেই’ বলার যৌক্তিকতা কী?

তথ্যের অধিকার আইনে এই সম্পর্কিত পরিসংখ্যান রেলের কাছে জানতে চেয়েছিলেন প্রতীচী ট্রাস্টের গবেষক তথা সমাজকর্মী সাবির আহমেদ। তিনি বলেন, “ওই প্রশ্নের উত্তরে মৃত কয়েক জনের নাম, ঠিকানাও দিয়েছিল মধ্য রেল। সুতরাং সেটুকু তো অন্তত সরকারের ঘরে আছে। তা ছাড়া, হাইওয়ে কিংবা রেললাইন-ট্রেন-স্টেশনে কারও অস্বাভাবিক মৃত্যু হলে, তাঁর খুঁটিনাটি তথ্য থাকে হাইওয়ে অথরিটি এবং রেল মন্ত্রকের কাছে। তাই শ্রম মন্ত্রকের পক্ষেও তা পাওয়া কঠিন নয়।”

শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ারের দাবি, শ্রম কেন্দ্র ও রাজ্যের যৌথ এক্তিয়ারভুক্ত। পরিযায়ী শ্রমিক সংক্রান্ত কেন্দ্রীয় আইনের অধিকাংশই কার্যকর করে রাজ্য। অর্থাৎ, পরিসংখ্যান রাখার দায়ও তাদেরই। তবু লকডাউনের সময়ে বাড়ি ফেরা শ্রমিকদের সংখ্যা রাজ্যগুলির কাছ থেকে জেনে রাখার চেষ্টা করেছেন তাঁরা।

মোদী সরকারের দাবি, কাজ হারানো পরিযায়ী কর্মীদের এক বড় অংশ নাম লিখিয়েছেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার অভিযানে। তাঁদের দক্ষতা মাপতে ওয়েবসাইট চালু করেছে কেন্দ্র। এই কর্মীদের পাশে দাঁড়াতেই নাকি চালু করা হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প। তা হলে কাজ হারানো কর্মীর সংখ্যা সম্পর্কে কেন্দ্র এখনও অন্ধকারে থাকে কী ভাবে?

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #Migrant Labourers

আরো দেখুন