কলকাতা বিভাগে ফিরে যান

করোনা আবহে ব্যয় সংকোচের সময়সীমা বাড়াল নবান্ন

September 24, 2020 | < 1 min read

প্রায় কয়েকমাস ধরেই বিশ্বজুড়ে জারি করোনা (Coronavirus) পরিস্থিতি। এই অবস্থায় সরকারি খরচে রাশ টানার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থ দপ্তর। আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হল মেয়াদ।

গত ২ এপ্রিল রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে খরচে রাশ টানার বিষয়টি উল্লেখ করা হয়। নতুন কোনও প্রকল্পে হাত দেওয়ার ক্ষেত্রে জারি হয় বিধিনিষেধ। তবে সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। তবে যে কোনও খরচের ক্ষেত্রে আগাম অর্থ দপ্তরের অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলেও জানানো হয়েছিল। তবে একান্ত প্রয়োজনীয় না হলে সে অর্থ দেওয়া হবে কিনা, তাও খতিয়ে দেখার কথাও উল্লেখ ছিল সেই বিজ্ঞপ্তিতে।

এই বিজ্ঞপ্তিতে প্রথমে উল্লেখ করা হয়েছিল ৩০ জুন পর্যন্ত ব্যয় সংকোচনের (Decrease Budget) সিদ্ধান্ত বহাল রাখা হবে। তবে পরে সময়সীমা বাড়ানো হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তিতে আবারও বাড়ল ব্যয় সংকোচনের সময়সীমা। সেক্ষেত্রে আগামী ৩১ মার্চ পর্যন্ত অন্যান্য ব্যয়ে রাশের সিদ্ধান্ত বহাল থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Nabanna

আরো দেখুন