রাজ্য বিভাগে ফিরে যান

এবছর পুজোয় কী কী বিধিনিষেধ মানতে হবে? দেখুন মুখ্যমন্ত্রীর ঘোষণা

September 24, 2020 | < 1 min read

আজ রাজ্যের বিভিন্ন পুজো কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে সমস্ত অনুষ্ঠানই কাটছাঁট হয়েছে। দুর্গাপুজোর ভবিষ্যৎই বা কী? পুজো যত এগিয়ে আসছে ততই যেন সেই প্রশ্ন জনমানসে মাথাচাড়া দিচ্ছে। সেই সংক্রান্ত ঘোষণা এদিন করলেন মুখ্যমন্ত্রী।

https://www.facebook.com/DrishtibhongiIN/videos/804835883391934/

কী কী ঘোষণা করলেন মমতা? দেখুন

  • পশ্চিমবঙ্গ পুলিশ এলাকায় ৩৪ হাজার ৪৩৭ টি পুজো হয়
  • কলকাতা পুলিশ এলাকায় ২৫০৯টি পুজো হয়
  • মন্ডপ এমনভাবে করুন যাতে দর্শকদের মধ্যে শারীরিক দূরত্ব থাকে
  • রাতে মণ্ডপে পৃথক ঢোকা এবং বেরোনর পথ রাখুন
  • মণ্ডপে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রাখুন
  • মণ্ডপে মাস্ক পরে প্রবেশ, আধ কিলোমিটার আগে স্যানিটাইজার দিতে হবে
  • কেউ মাস্ক না পড়ে এলে মাস্ক পরতে বলতে হবে।
  • মুখকে আড়াল রাখতে পারলেই সংক্রমণ ঠেকানো যাবে।
  • পুজোর পরে যাতে সংক্রমণ না ছড়ায় দেখতে হবে।
  • মন্ডপের সাইড ঢাকা রাখতে হলে, ছাদ খোলা রাখুন ।
  • এবার সুরক্ষার জন্য বেশি সংখ্যক স্বেচ্ছাসেবী রাখতে হবে
  • স্বেচ্ছাসেবীদের জন্য ফেস শিল্ডের ব্যবস্থা করতে হবে
  • অঞ্জলীর সময় ভিড় হয়, দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে।
  • একটা সময় না করে পৃথক পৃথক সময় সিঁদুর খেলুন।
  • বিভিন্ন পুরস্কারের বিচারকমণ্ডলী সকাল ১০টা থেকে ৩টে পর্যন্ত মণ্ডপে আসতে পারবেন। বিচারকদের অনুরোধ ২টো গাড়ির বেশি আনবেন না। সম্ভব হলে ভার্চুয়ালি মণ্ডপ দেখুন।
  • উদ্যোক্তাদের ক্রমাগত মাইকে কোভিড বিধি মেনে চলার ঘোষণা করতে হবে।
  • এই বছর বিসর্জন কার্নিভাল হবে না। আগামী বছর দ্বিগুণ বড় করে হবে।
  • আসছে বছর আবার হবে
TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #CoronaPandemic, #Guidelines, #Durga Pujo 2020, #Mamata Banerjee

আরো দেখুন