নিজেদের সংস্থার কাছেই ধরা পড়েছে মোদী সরকার, ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রকে কটাক্ষ অমিত মিত্রের
রাজ্যগুলির বকেয়া জিএসটি নিয়ে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। শুক্রবার সন্ধ্যায় এক টুইটে কেন্দ্রীয় সরকারের কাছে তথ্য গোপন করার কারণ জানতে চান তিনি।
সম্প্রতি ক্যাগ রিপোর্টে প্রকাশিত হয় জিএসটি বাবদ রাজ্যগুলির প্রাপ্য ৪২,২৭২ কোটি টাকা তহবিলের কথা বেমালুম চেপে গিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সেখবর প্রকাশিত হলে শোরগোল শুরু হয়। আর দুর্বল বলে ছক্কা হাঁকাতে দেরি করেননি রাজ্যের অর্থমন্ত্রী।
অমিত মিত্র টুইটারে লেখেন, ‘মোদী সরকারের নিজেদের সংস্থার কাছে হাতেনাতে ধরা পড়েছে। ৪৭,২৭২ কোটি টাকার সেস ক্ষতিপূরণ তহবিলের কথা গোপন করেছে তারা। যা জিএসটি আইন ভঙ্গের সামিল। আমাদের কর সংগ্রহ নিয়ে ধোঁকা দিতে আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে রাজকোষ ঘাটতি লুকাতে একাজ করেছে তারা। লজ্জার ব্যাপার।’
জিএসটি-র প্রাপ্য নিয়ে গত কয়েক মাস ধরে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের বিবাদ চলছে। করোনা পরিস্থিতিতে জিএসটি বাবদ ক্ষতিপূরণ কেন্দ্রের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে মোদী সরকার। বদলে রাজ্যগুলিকে ঋণ গ্রহণের ছাড় দিয়েছে তারা। কিন্তু রাজ্যের দাবি, ঋণ নিক কেন্দ্র। কারণজিএসটি ক্ষতিপূরণ দেওয়ার দায় তাদের। তাই ঋণের দায় রাজ্যের ঘাড়ে ঠেলা অনুচিত।